Bangla News|| কেমন চা খেতে ইচ্ছে করছে? শুধু একটা ক্লিক করুন, বাড়িতেই পৌঁছবে পছন্দসই চা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Bangla News: চা প্রেমীদের জন্য সুখবর! এবার ঘরে বসেই অনলাইনে মিলবে মন পছন্দের চা। চা উৎপাদনে বরাবরই জলপাইগুড়ি জেলার সুনাম রয়েছে। এ বার চা শুধু দোকানেই নয়, মিলবে অনলাইনে।
জলপাইগুড়ি: চা প্রেমীদের জন্য সুখবর! এ বার ঘরে বসেই অনলাইনে মিলবে মন পছন্দের চা। চা উৎপাদনে বরাবরই জলপাইগুড়ি জেলার সুনাম রয়েছে। এ বার চা শুধু দোকানেই নয়, মিলবে অনলাইনে। এক ফোনেই হাজির হবে আপনার সামনে চায়ের কাপ। এ ছাড়া হোয়াটসঅ্যাপেও দেওয়া যাবে রকমারি চায়ের অর্ডার।
অনলাইনে পাওয়া যায় দশ রকমের মশলা চা। রকমারি চা বিক্রি করেই করে নিজের জীবিকা নির্বাহ করছে জলপাইগুড়ি শহরের ঘোষ পাড়ার বাসিন্দা পাসু দত্ত। তার কাছে রয়েছে, বিভিন্ন রকমারি আইটেমের চা। শহরের বিভিন্ন জায়গা থেকে চা প্রেমীদের ফোন আসে তার কাছে। অনেকে আবার হোয়াটসঅ্যাপেও চা অর্ডার করে। মাত্র পাঁচ টাকাতেই সব ধরনের মশলা থেকে শুরু করে লাল চা, চিনি ছাড়া চা, সব ধরনের চা বিক্রি করেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কটকের হাসপাতালে কী ঘটে গেল! হল না শেষরক্ষা, কলা পাতায় ঢাকা ভানু সেই মারাই গেলেন
বাড়িতে রয়েছে মা, বাবা, স্ত্রী ও সন্তান। রোজ শহরের বুকে রকমারি চায়ের সরঞ্জাম নিয়ে পায়ে হেঁটে বিক্রি করছেন তার পাঁচ টাকার চা। পায়ে হেঁটে রোজ ১০-১৫ কিলোমিটার হেঁটে যেতে হয়। তাঁর কথায়, সবচেয়ে বেশি অর্ডার আসে অনলাইনে। তারপর শহরের বিভিন্ন স্থানে গিয়ে পায়ে হেঁটে চা পৌঁছে দিয়ে আসেন তিনি। দামের কোনও পরিবর্তন নেই একদম। তার এই ধরনের উদ্যোগ ও চায়ের গুণমান দেখে প্রশংসায় পঞ্চমুখ শহরের চা প্রেমীরা।
advertisement
এ প্রসঙ্গে পাসু দত্ত বলেন, আমার এ ভাবেই চলে দিন কারণ সেভাবে চাকরি নেই সংসার চালাতে হবে বলে চায়ের ব্যবসাকেই ধরে নিয়েছে খুব ভাল চলছে, এই ব্যবসা করে সংসারও চলছে একদিকে অন্যদিকে মানুষের ভালবাসাও পাচ্ছি বিভিন্ন ধরনের চা খাইয়ে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 5:17 PM IST