হোম /খবর /শিক্ষা /
মাধ্যমিকের ফলপ্রকাশ, মেধাতালিকায় তুমুল চমক! দশম স্থানে অনুব্রত

WBBSE Madhyamik 2023 Results|| মাধ্যমিকের ফলপ্রকাশ, মেধাতালিকায় তুমুল চমক! দশম স্থানে অনুব্রত

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Madhyamik 2023 Results: মাধ্যমিকের মেধাতালিকায় বিরাট চমক। দশম স্থানে মালদহের অনুব্রত ঘোষ। আজ প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

  • Share this:

কলকাতাঃ মাধ্যমিকের মেধাতালিকায় বিরাট চমক। দশম স্থানে মালদহের অনুব্রত ঘোষ। আজ প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–> https://bengali.news18.com/ ৷ 

পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর (Roll Number) এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্মতারিখ (DD/MM/YY) দিয়ে জেনে নিতে পারবেন নিজেদের রেজাল্ট৷ অর্থাৎ ধরা যাক, কোনও পরীক্ষার্থীর জন্মতারিখ যদি ১০ ফেব্রুয়ারি ২০০৭ হয়, তাহলে নিজের রোল নম্বর দেওয়ার পাশাপাশি ডেট অফ বার্থে তাকে লিখতে হবে 10/02/07 ৷ News18Bangla.com এ রেজাল্ট জানার পদ্ধতি অত্যন্ত সহজ ৷

আরও পড়ুনঃ ৬৯৭ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাজি, পরের বছর মাধ্যমিক কবে ?

Check : পশ্চিমবঙ্গ মাধ্যমিক ক্লাস 10 তম ফলাফল 2023 লাইভ আপডেট

অনুব্রত ঘোষ অনুব্রত ঘোষ

Check: পশ্চিমবঙ্গ মাধ্যমিক 10 তম ফলাফল 2023

এ বছর ৭৫ দিনের মাথায় চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হল। সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বেলা ১২টা থেকে ওয়েবসাইট ও এসএমএস মারফত ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সহজেই ফল জানা যাবে www.news18bangla.com-এ ৷

এ দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে হাতে পেয়ে যাবে। প্রত্যেক বারের মতো এ বারেও মেধা তালিকার প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের নাম ঘোষণা হয়েছে। প্রথম ১০-এ রয়েছে ১১৮ জন। গ্রেড দেওয়ার পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক নম্বরের পার্সেন্টেজও দেওয়া হবে।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Madhyamik Results 2023, Wbbse