WBBSE Madhyamik 2023 Results|| মাধ্যমিকের ফলপ্রকাশ, মেধাতালিকায় তুমুল চমক! দশম স্থানে অনুব্রত
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Madhyamik 2023 Results: মাধ্যমিকের মেধাতালিকায় বিরাট চমক। দশম স্থানে মালদহের অনুব্রত ঘোষ। আজ প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।
কলকাতাঃ মাধ্যমিকের মেধাতালিকায় বিরাট চমক। দশম স্থানে মালদহের অনুব্রত ঘোষ। আজ প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–> https://bengali.news18.com/ ৷
advertisement
পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর (Roll Number) এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্মতারিখ (DD/MM/YY) দিয়ে জেনে নিতে পারবেন নিজেদের রেজাল্ট৷ অর্থাৎ ধরা যাক, কোনও পরীক্ষার্থীর জন্মতারিখ যদি ১০ ফেব্রুয়ারি ২০০৭ হয়, তাহলে নিজের রোল নম্বর দেওয়ার পাশাপাশি ডেট অফ বার্থে তাকে লিখতে হবে 10/02/07 ৷ News18Bangla.com– এ রেজাল্ট জানার পদ্ধতি অত্যন্ত সহজ ৷
advertisement
Check : পশ্চিমবঙ্গ মাধ্যমিক ক্লাস 10 তম ফলাফল 2023 লাইভ আপডেট
অনুব্রত ঘোষ
অনুব্রত ঘোষএ বছর ৭৫ দিনের মাথায় চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হল। সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বেলা ১২টা থেকে ওয়েবসাইট ও এসএমএস মারফত ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সহজেই ফল জানা যাবে www.news18bangla.com-এ ৷
advertisement
এ দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে হাতে পেয়ে যাবে। প্রত্যেক বারের মতো এ বারেও মেধা তালিকার প্রথম দশে থাকা পরীক্ষার্থীদের নাম ঘোষণা হয়েছে। প্রথম ১০-এ রয়েছে ১১৮ জন। গ্রেড দেওয়ার পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে বিষয়ভিত্তিক নম্বরের পার্সেন্টেজও দেওয়া হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 11:38 AM IST

