Deer Rescue: চাষের ক্ষেত থেকে উদ্ধার সম্বর
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
এলাকাটি চাষের ক্ষেতের জন্য জনপ্রিয়। এই এলাকাতেই রবিবার সকালে একটি হরিণকে দেখা যায়। এদিন সকালে জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে একটি হরিণ মেন্দাবাড়ি এলাকায় ঢুকে পড়ে
আলিপুরদুয়ার: চাষের জমিতে ছুটে বেড়াচ্ছিল একটি হরিণ। এলাকাবাসীদের সহায়তায় ওই হরিণটিকে উদ্ধার করলেন বনকর্মীরা। কালচিনির মেন্দাবাড়ির ঘটনা।
এই এলাকাটি চাষের ক্ষেতের জন্য জনপ্রিয়। এই এলাকাতেই রবিবার সকালে একটি হরিণকে দেখা যায়। এদিন সকালে জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে একটি হরিণ মেন্দাবাড়ি এলাকায় ঢুকে পড়ে। এরপর হরিণটি এলাকার বিভিন্ন স্থানে দাপিয়ে বেড়াতে থাকে। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জলদাপাড়া বনবিভাগের বনকর্মী ও আধিকারিরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
হরিণটিকে ধরতে যথেষ্ট হিমশিম খেতে হয় বনকর্মীদের। দীর্ঘ প্রচেষ্টার পর হরিণটিকে উদ্ধার করেন বনকর্মীরা। এই বিষয়ে এলাকার বাসিন্দা বিষ্ণুপদ রাভা জানান, সকাল সাতটা থেকে হরিণটিকে দেখছি। এদিক ওদিক ছুটে যাচ্ছে। সর্ষে গাছ নষ্ট করছে। এলাকার যুবকরা হরিণটিকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তাই পরবর্তীতে বনকর্মীদের ডাকতে হয়। এদিকে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা করার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দফতর সূত্রের জানা গিয়েছে। জানা গিয়েছে হরিণটি সম্বর প্রজাতির।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2024 11:34 AM IST