Resort In Jalpaiguri: গভীর রাত, রিসর্টের গেটে ও কে! গায়ে কাঁটা দেওয়া ভিডিও
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Resort In Jalpaiguri: গভীর রাতে রিসর্টের জানলা দিয়ে এ কোন চোর! ভাইরাল ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে
জলপাইগুড়ি: গভীর রাতে এ কি দৃশ্য! ঘরের সামনে কে? প্রাণ হাতে নিয়ে দে ছুট রিসর্ট কর্মীদের। আতঙ্কে কাঁটা এলাকাবাসীরা।
ঘটনাটি কী? ডুয়ার্সের জঙ্গল লাগোয়া রিসোর্টের দরজা ভেঙে রিসেপশন ডেস্কে দাঁড়িয়ে এক দাঁতাল হাতি। প্রধান দরজা ভেঙে ঘরে ঢোকার নিদারুন প্রচেষ্টা চালাচ্ছে সে। ঘরের ভেতর ঘুমন্ত তিন রিসর্ট কর্মী। গভীর রাতে ধাক্কাধাক্কির বিকট শব্দ কানে আসতেই চক্ষু চড়কগাছ! এ কি কাণ্ড, ঘরের সামনে বিশালাকায় দাঁতাল হাতি। ভয়ে ছুট্টে পালিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল রিসোর্টের ওই তিন কর্মী। ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার রামশাই যাদবপুর টি এন্ড ওয়াইল্ড লাইফ রিসোর্টের এমন ঘটনা। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল সেই সময়ের ভিডিও।
advertisement
আরও পড়ুন – Cholesterol Control Tips: আপনার শরীরে কি কোলেস্টোরলের থাবা বসেছে, এই ছোট্ট চিহ্ন দেখলেই বুঝবেন
advertisement
রিসর্ট সূত্রের খবর, গভীর রাতে একটি দাঁতাল হাতি রিসর্টে এসে প্রথমে একটি লোহার গেট ভাঙে। তারপর সোজা চলে আসে রিসেপশন ডেস্কে। সেখানে প্রধান দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে হাতিটি। সেই সময় ঘরে ঘুমন্ত তিন জন কর্মী হাতি দেখে কোনওক্রমে সেখানথেকে পালিয়ে বাঁচে কর্মীরা৷ তবে সবচেয়ে অবাক কাণ্ড৷ এর আগেও বহুবার হাতি এলাকায় এলেও এই প্রথম দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করল হাতিটি। ঘটনায় ব্যপক আতঙ্কে রয়েছে রিসর্টকর্মী থেকে স্থানীয় বাসিন্দারা। ঘুম উড়েছে সকলের।
advertisement
Surajit Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2024 2:47 PM IST