West Bengal Covid Restrictions: এবার পর্যটনকেন্দ্রও ৫০ শতাংশ খোলার দাবি, শুনশান পাহাড়ে মন খারাপ আর ক্ষতির হিসেব!

Last Updated:

West Bengal Covid Restrictions: পাহাড়ে যেন সেই লকডাউনেরই ছবি, ৫০ শতাংশ পর্যটক নিয়ে পর্যটনকেন্দ্র খোলার দাবীতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ EHTTOA!

প্রবল ক্ষতি পর্যটনে
প্রবল ক্ষতি পর্যটনে
#শিলিগুড়ি: ফের কড়া বিধিনিষেধের দ্বিতীয় দিনেই হতাশা গ্রাস করেছে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের। পর্যটনকেন্দ্রগুলো বন্ধ। বন্ধ টাইগার হিল, বাতাসিয়া লুপ, চিড়িয়াখানা। ম্যালেও বেশিক্ষণ আড্ডায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশি নজরদারি চলছে। বেড়াতে এসে বিষন্ন পর্যটকেরা। কার্যত হোটেলবন্দি তাঁরা।
অনেকেই বলছেন, এত টাকা খরচ করে বেড়াতে এসে কিছুই দেখা হল না। বন্ধ চিড়িয়াখানার সামনের দোকানগুলিও। যেন লকডাউনের সেই পুরনো ছবি। খাঁ খাঁ করছে চারপাশ। হোটেল ব্যবসায়ীরাও বলছেন, প্রচুর বুকিং বাতিল করা হচ্ছে। প্রতিদিনই ফোন আসছে পর্যটকদের। বিমান চলাচলেও বিধিনিষেধ জারি করায় অন্য রাজ্য থেকেও পর্যটকেরা মুখ ফেরাচ্ছেন। আর এতে ভরা পর্যটন মরসুমে বড় অঙ্কের ক্ষতির মুখে দাঁড়িয়ে পাহাড়। আর তাই মন খারাপ শৈলশহরের। কারণ এবার ভিড় বাড়ছিল পাহাড়ে। টিকার দুই ডোজ নিয়ে পাহাড় বেড়াতে এসেছিলেন পর্যটকেরা। বছর শেষে তিল ধারনের জায়গা ছিল না। ফেব্রুয়ারি পর্যন্ত বুকিং ছিল বেশ ভালোই। শুধু হোটেলই নয়, হোম স্টেগুলোতেও ঠাসা বুকিং ছিল।
advertisement
advertisement
এদিকে পর্যটন শিল্পকে বাঁচাতে নয়া প্রস্তাব নিয়ে আসরে ইস্টার্ন হিমালয়া ট্র‍্যাভেল এণ্ড ট্যুর অপারেটার্স  অ্যাসোসিয়েশন। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন তাঁরা। শিল্পকে বাঁচাতে, ট্যুর অপারেটার থেকে এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের কথা মাথায় রেখে তাদের প্রস্তাব, ৫০ শতাংশ পর্যটক নিয়ে খোলা হোক পর্যটনকেন্দ্রগুলি। কারণ শপিং মল, রেস্তোরাঁ, বার খোলা থাকছে ৫০ শতাংশ লোক নিয়ে। তাহলে পর্যটনকেন্দ্র নয় কেন! কেননা, দার্জিলিং, কালিম্পং বা ডুয়ার্স তো আর বন্ধ হয়নি। বন্ধ করা হয়েছে ট্যুরিস্ট স্পটগুলো। তাহলে পর্যটকেরা এখানে বেড়াতে এসে কী করবে?
advertisement
সংগঠনের সম্পাদক সন্দীপন ঘোষ বলেন, এই দাবী জানিয়ে ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এই আর্জি জানানো হবে। মঙ্গলবার তারা শিলিগুড়িতে গান্ধী মূর্তির পাদদেশেও প্রতীকী অবস্থানে বসেন। তাদের স্লোগান, "পর্যটন বাঁচাও, আমাদের পরিবার বাঁচাও" এবং "৫০ শতাংশ পর্যটক নিয়ে পর্যটনকেন্দ্র খোলা হোক"।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal Covid Restrictions: এবার পর্যটনকেন্দ্রও ৫০ শতাংশ খোলার দাবি, শুনশান পাহাড়ে মন খারাপ আর ক্ষতির হিসেব!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement