West Bengal by election results: শক্ত ঘাঁটিতেও শূন্য বিজেপি! কোন কৌশলে মাদারিহাট ছিনিয়ে নিল তৃণমূল?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
লোকসভা নির্বাচনের পরেই উত্তরবঙ্গ নিয়ে আরও আগ্রাসী কৌশল নেয় রাজ্যের শাসক দল৷
কলকাতা: বিজেপি নেতারা এখনও মুখে বলছেন ২০২৬-এ রাজ্যে তারাই ক্ষমতা দখল করবেন৷ কিন্তু যত সময় যাচ্ছে, এ রাজ্যে নিজেদের শক্ত ঘাঁটিতেই ক্রমশ পায়ের তলার মাটি হারাচ্ছে গেরুয়া ব্রিগেড৷ শনিবার রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলও সেদিকেই ইঙ্গিত করছে৷ দক্ষিণবঙ্গের বাকি চার কেন্দ্র তো বটেই, উত্তরবঙ্গে বিজেপির হাতে থাকা মাদারিহাট বিধানসভাও দখল করে নিয়েছে তৃণমূল৷ বিজেপি-র হাতে থাকা মাদারিহাট কেন্দ্র থেকে প্রায় ২৮ হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পা৷ কোচবিহারের সিতাই কেন্দ্র থেকেও ১ লক্ষ ৩০ হাজারের বেশি ভোটে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়৷
২০১১ সালের পর রাজ্যের যে দুই অঞ্চলকে ভিত্তি করে বিজেপি প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছিল, তা হল উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনেই জঙ্গলমহলের হারানো জমি অনেকটা পুনরুদ্ধার করে ফেলেছিল তৃণমূল কংগ্রেস৷ লোকসভা নির্বাচনে জঙ্গলমহল তো বটেই, উত্তরবঙ্গের কোচবিহার আসনটিও দখল করে নিয়েছিল তৃণমূল৷ যদিও বিজেপির শক্ত ঘাঁটি আলিপুরদুয়ারে থাবা বসাতে পারেনি ঘাসফুল শিবির৷
advertisement
advertisement
কিন্তু লোকসভা নির্বাচনের পরেই উত্তরবঙ্গ নিয়ে আরও আগ্রাসী কৌশল নেয় রাজ্যের শাসক দল৷ আলিপুরদুয়ারে বিজেপি-র অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগিয়েই এবার উপনির্বাচনে বাজিমাত করল ঘাসফুল শিবির৷
কোচবিহার লোকসভায় জয়ের পরে, তৃণমূল কংগ্রেস বিশ্বাস করেছিল, বিধানসভায় জয় পাওয়া সম্ভব। চা বলয়ে তাই প্রচারে জোর দেওয়া হয়। পাট্টা বিলি, চা সুন্দরী প্রকল্পে বাড়ি তৈরি, বন্ধ চা বাগান খোলার দাবিতে আন্দোলন শুরু হয়। বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে হাতিয়ার করে মাদারিহাটে মাঠে নামে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে দলের যে সব নেতারা নিজেদের মধ্যে দূরত্ব রেখে চলছিলেন, তাঁদের কার্যত কঠোর অনুশাসনে রেখে ময়দানে নামাতে সক্ষম হয় তৃণমূল। মাদারিহাটে কৌশলগত ভাবে বাগান পিছু নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করা হয়। উপনির্বাচনে উত্তরবঙ্গে এই সমস্ত কৌশলের সুফলই শাসক দল পেল বলে মনে করা হচ্ছে৷
advertisement
কোচবিহারের সিতাই আসনটি দীর্ঘদিন ধরেই তৃণমূলের দখলে ছিল। লোকসভার পরে কোচবিহার জেলায় সবচেয়ে বেশি দল বদল হয়েছে। জেলায় রাজনৈতিক প্রচার ও কর্মসূচি বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে বুথের হালহকিকত তারা জেনে নিয়েছিল। অন্যদিকে বিজেপি-র আর এক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকুড়ার তালড্যাংরা আসনটিও দখল করার পথে তৃণমূল৷
উপনির্বাচনের ফলে বিপর্যয়ের ইঙ্গিত থাকলেও দমছেন না বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার৷ এ দিন শিলিগুড়িতে তিনি বলেন, ‘এত তাড়াতাড়ি মন্তব্য ঠিক নয়। উপনির্বাচনে যেমন ফলাফল হয়, তেমনই হচ্ছে। বাংলা ব্যাতিক্রম নয়, উপনির্বাচনে এমন ফলাফল হয়। ২৬ সালে বিজেপি সরকার গঠন করবে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2024 11:26 AM IST

