Weight Lifting Athlete: মীরাবাই চানু হতে চায় মায়া, দিন-রাত এক করে চলছে ওজন তোলা

Last Updated:

মায়ার এই পথ চলার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে আর্থিক অনটন এবং উপযুক্ত পরিকাঠামোর অভাব। এই প্রসঙ্গে মায়া জানিয়েছেন, বিভিন্ন প্রতিযোগিতা থেকে সাফল্য এলেও কোচবিহারে উপযুক্ত পরিকাঠামো না থাকায় সঠিক অনুশীলন করা সম্ভব হচ্ছে না

+
ওয়েট

ওয়েট লিফটার মায়া

কোচবিহার: মীরাবাই চানু, কর্ণমমালেশ্বরী হতে চান মায়া। অভাবের সঙ্গে লড়াই করে ভারোত্তোলনে সাফল্য পাওয়ার স্বপ্ন দেখছেন কোচবিহারের এই কৃতী ক্রীড়াবিদ। ইতিমধ্যেই কঠোর পরিশ্রমের মাধ্যমে বহু খেতাব জয় করেছেন মায়া রায়। তবে জীবনে আরও অনেকটা পথ চলা বাকি। সেই জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলেছেন। প্রতিদিন দু’বেলা অনুশীলন করেন। ইতিমধ্যেই রাজ্য গেমসে অংশ নিয়েছেন। আপাতত লক্ষ্য ন্যাশনাল গেমসে সুযোগ পাওয়া।
কোচবিহারের মায়ার এই পথ চলার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে আর্থিক অনটন এবং উপযুক্ত পরিকাঠামোর অভাব। এই প্রসঙ্গে মায়া জানিয়েছেন, বিভিন্ন প্রতিযোগিতা থেকে সাফল্য এলেও কোচবিহারে উপযুক্ত পরিকাঠামো না থাকায় সঠিক অনুশীলন করা সম্ভব হচ্ছে না। এছাড়াও মধ্যবিত্ত পরিবার থেকে আসার ফলে আর্থিক অনটন একটি বিশাল সমস্যা তৈরি করছে। সব মিলিয়ে ভবিষ্যতে আরও ভাল জায়গায় পৌঁছাতে হলে আর্থিক ও পরিকাঠামোগত সাহায্যের খুব প্রয়োজন। তবে এখনও পর্যন্ত কোনওরকম সরকারি অনুদান বা সাহায্য পাননি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
কোচবিহারের প্রবীণ অ্যাথলিট ও মায়ার কোচ ভবেশ রায় জানান, ‘মায়ার মধ্যে ভবিষ্যতে আরও অনেকটা পথ এগোনোর অদম্য ইচ্ছে রয়েছে। প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে নিজেকে আরও ভাল করে তৈরি করে চলেছে। ইতিমধ্যেই ন্যাশনাল খেলার জন্য ওয়েটার ক্যাপাসিটি বাড়িয়েছে। তবে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও তার কাছে কোনওরকম সাহায্য এসে পৌঁছয়নি। নিজের পারিবারিক দুরবস্থার বাধাকে জয় করে প্রতিনিয়ত লড়াই করে চলেছে। কিন্তু নিজের খরচায় বেশি দূর এগোনো সম্ভব নয়।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Weight Lifting Athlete: মীরাবাই চানু হতে চায় মায়া, দিন-রাত এক করে চলছে ওজন তোলা
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement