WB Bypoll Result Dinhata: ৫৭-র জবাবে ১ লক্ষ ৬৩ হাজার! ইতিহাসে নাম লেখালেন দিনহাটার উদয়ন গুহ
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
WB Bypoll Result Dinhata: ১৯ রাউন্ড গণনার শেষে বিজেপি ভোট পেয়েছে ২৫ হাজার ৩০০ ভোট। ফরোয়ার্ড ব্লক ভোট পেয়েছেন ৬ হাজার ২৫৮টি।
#দিনহাটা: দিনহাটায় সর্বকালের রেকর্ড (WB Bypoll Result Dinhata) ভেঙে তছনছ করে জিতলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। কয়েক মাস আগে হেরেছিলেন মাত্র ৫৭ ভোটে। উপনির্বাচনে যখন উত্তর ফেরানোর অবকাশ এল, কামারের এক ঘা দিলেন উদয়ন। দিনহাটায় উদয়ন জিতেছেন ১ লক্ষ ৬৩ হাজার ৫ টি ভোটে। ১৯ রাউন্ড গণনার শেষে বিজেপি ভোট পেয়েছে ২৫ হাজার ৩০০ ভোট। ফরোয়ার্ড ব্লক ভোট পেয়েছেন ৬ হাজার ২৫৮টি।
তথ্য বলছে, মন্তেশ্বরে তৃণমূল প্রার্থী সজল পাঁজার জয়ের ব্যবধান ছিল এ যাবৎ উপনির্বাচনে জয়ের রেকর্ড। ১ লাখ ৩ হাজার এর মত ব্যবধান ছিল। সেই ব্যবধান আজ ধুয়েমুছে সাফ দিনহাটায় উদয়ন ১ লাখ ৬৩ হাজার ৫ ভোটে জয়ী। এমনকি গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলও জিতেছেন লক্ষাধিক ভোটে।
advertisement
advertisement
জয়ের পরেও চোখে মুখে উচ্ছ্বাস নেই উদয়ন গুহর। তবে আত্মবিশ্বাস ফুটে উঠছে কথায়। বললেন, দিনহাটাবাসীর কাছে ঋণ আরও বাড়ল। শোধ করার চেষ্টা করব কাজে দিয়ে। নিশীথ প্রামাণিক ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। এবার ২৩টা বুথে এজেন্ট দিতে পেরেছিল। ২০২৪ এ পারবে না।
advertisement
দিনহাটার জয়ে তৃপ্ত ফিরহাদ হাকিমও। বলছেন, "দিনহাটায় সীমান্ত এলাকায় ঘুরেছি। মানুষের উৎসাহটা দেখেছি। বিজেপির অস্তিত্বই নেই। উত্তরবঙ্গে বিজেপি বাংলা ভাগের চেষ্টা করছিল। তার উত্তর ফিরিয়েছে সাধারণ মানুষ।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2021 2:26 PM IST