#কোচবিহার: ভোটের ফলের পর অশান্ত কোচবিহার। দেওচড়াইয়ে বিজেপিকর্মীদের উপর হামলার অভিযোগ। ভোটের ফল বেরনোর পর বিজেপিকর্মীদের বিজয় মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।বল্লমের কোপে আঙুল কেটে যায় মহম্মদ এরশাদ আলি নামে বিজেপিকর্মীর। জখম আরও কয়েকজন বিজেপিকর্মী। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।
অন্যদিকে,দিনহাটার সিতাইয়ে তৃণমূল মহিলা সংগঠনের সম্পাদক ও সিতাই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে বোমাবাজি ও ভাঙচুর চালানোর অভিযোগ অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দুটি গাড়ি, তিনটি বাইক ভাঙচুর করা হয়। সকালে বাড়ির সামনে বেশ কয়েকটি বোমাও উদ্ধার হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elections 2019, Lok Sabha elections 2019, West Bengal Lok Sabha Elections 2019