Alipurduar News: রোজ রোজ বাঁশের উপর সার্কাস! প্রশাসনকে বলেও কিছু হয়নি! এবার গ্রামবাসীরা যা করলেন, জানলে স্যালুট জানাবেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
প্রধান সড়কের সঙ্গে সংযোগকারী ব্যবস্থা বলতে দুটো বাঁশ
আলিপুরদুয়ার: প্রধান সড়কের সঙ্গে সংযোগকারী ব্যবস্থা বলতে দুটো বাঁশ। নদীর ওপরে শুধু দুটো বাঁশ পেতে রাখা হয়েছে। এই বাঁশের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করেন বাসিন্দারা। বলা যেতে পারে প্রতিদিন সার্কাস দেখাতে হয় বাসিন্দাদের। এই ছবি দেখা যায় দক্ষিণ লতাবাড়ি গেলে।
বাঁশের ছোটো সাঁকো বলা ভুল হবে। দুটি বাঁশ দিয়ে সাঁকো তৈরির চেষ্টা করেছেন বাসিন্দারা। এই বাঁশ দিয়ে পারাপার করতে হয় দক্ষিণ লতাবাড়ি সোমরা বাজার এলাকার কয়েকশো বাসিন্দাদের। কেননা সাহেব জোত ঝোরার ওপর নেই কোন পাকা সেতু। বর্ষাকালে যাতাযাত বন্ধ হয়ে যায়। তখন চার কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হয়। বাজার ঘাট, হাসপাতাল, স্কুলে যেতে হলে এই দুটি বাঁশ ভরসা দক্ষিণ লতাবাড়ি সোমরা বাজার কয়েকশো পরিবারের।
advertisement
advertisement
এলাকাবাসীদের পক্ষ থেকে জানা যায়, স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত সদস্য, প্রধানকে বারবার জানিয়েও কোন সুরহা হয়নি। অবশেষে নিজেরাই অর্থ ও স্বেচ্ছাশ্রম দিয়ে একটি পাকা সেতু তৈরি করছেন। বাসিন্দারা আরও জানান, নিজেরাই পাকা সেতু তৈরির কাজ শুরু করেছেন। বর্ষার আগে এই সেতু তৈরির কাজ সমাপ্ত করা তাঁদের লক্ষ্য। নাহলে প্রতিবছরের মত এবছরও সমস্যা পোহাতে হবে।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 12, 2025 1:48 PM IST
