Money Making Tips: ৪ মাসেই ফলন, লাভও অনেক! পরিযায়ী শ্রমিকের কাজ ছেড়ে এখন উত্তরবঙ্গবাসীরা মজেছেন এই একটি চাষে

Last Updated:

ভুট্টা চাষ লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে এই চাষের সংখ্যা। এই চাষে খরচ কম এবং রোপণের চার মাসের মধ্যেই ফলন হয় বলে কৃষকদের পক্ষ থেকে জানা যায়।

+
ভুট্টা

ভুট্টা চাষ

আলিপুরদুয়ার: ভুট্টা চাষে লাভের মুখ দেখছেন কালচিনি ব্লকের কৃষকেরা। বক্সা ও জলদাপাড়া জঙ্গলে ঘেরা এই ব্লক চাষবাসের জন্য পরিচিত না হলেও, এই ব্লকের মেন্দাবাড়ি, লতাবাড়ি, সাতালি এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় হয়ে থাকে এই চাষ।
ভুট্টা চাষ লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে এই চাষের সংখ্যা। এই চাষে খরচ কম এবং রোপণের চার মাসের মধ্যেই ফলন হয় বলে কৃষকদের পক্ষ থেকে জানা যায়। প্রতিবছর এই চাষের সংখ্যা বাড়ছে বলে দাবি কৃষি দফতরের পক্ষ থেকে। মূলত বন্যপ্রাণীর তান্ডবে বেশ কিছু এলাকায় ইতিমধ্যে কৃষিকাজ ছেড়ে দিয়েছেন এলাকার কৃষকেরা। কাজের সন্ধানে চলে যাচ্ছে অন্যত্র।
advertisement
advertisement
তবে ভুট্টার মত এরূপ চাষে লাভের মুখ দেখায় ফের কৃষকরা কৃষিকাজে উৎসাহ পাবেন বলেও দাবি কৃষি দফতরের আধিকারিকদের। কৃষি দফতর সূত্রে খবর, গত বছর যেখানে কালচিনি ব্লকজুড়ে প্রায় ১৬০০ হেক্টর জমিতে এই চাষ হয়েছিল। সেখানে এই বছর সেই সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ২০০০ হেক্টর। প্রতিনিয়ত বন্যপ্রাণীর তান্ডবের পরও কালচিনি ব্লকজুড়ে এই চাষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খুশি কৃষি দফতরও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে আলিপুরদুয়ার মহকুমা সহ কৃষি অধিকর্তা রজত চট্টোপাধ্যায় বলেন, “এবছর আমাদের তরফে সমতলের পাশাপাশি কালচিনি ব্লকের বক্সার মত পাহাড়ি গ্রামেও উন্নত মানের ভুট্টা বীজ দেওয়া হয়েছে। যার ফলে ফলনও ভাল হয়েছে।আগামী বছর আরও চাষ বাড়বে বলে আমাদের আশা।”
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Money Making Tips: ৪ মাসেই ফলন, লাভও অনেক! পরিযায়ী শ্রমিকের কাজ ছেড়ে এখন উত্তরবঙ্গবাসীরা মজেছেন এই একটি চাষে
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement