Valentine's Day 2024: ফুল তো অনেক হল, ভ্যালেন্টাইনস ডে তে সঙ্গীকে দিন 'এই' উপহার! প্রেমে পাগল হয়ে যাবে মনের মানুষ

Last Updated:

Valentine's Day 2024: ভ্যালেন্টাইন্স ডে-র দিন মনের মানুষের হাতে নিজের হাতে তৈরি জিনিস তুলে দিলে মন্দ হয় না। কিন্তু, প্রতিবারই তো একগাদা খরচ করে দোকান থেকে চকোলেট কিনে আনেন, কিংবা আনেন ফুলের তোড়া। এবার দিতে পারেন এই উপহার।

+
title=

শিলিগুড়ি: ভালবাসা সপ্তাহ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, প্রেমের এই সপ্তাহটি প্রেমিক-প্রেমিকাদের জন্য খুবই স্পেশাল হয়, ভালবাসায় ভরা সপ্তাহ উদযাপন করেন তাঁরা। এই উপলক্ষে সকলেই চান সঙ্গীকে বিশেষ উপহার দিতে। এতে তাঁদের পারস্পরিক সম্পর্কের মাধুর্য্য আরও বেড়ে যায়। সারা বছর বিশ্বের সকল প্রেমিক প্রেমিকা অপেক্ষা করে থাকেন এই প্রেমের দিনটির জন্য।
ভ্যালেন্টাইন্স ডে-র দিন মনের মানুষের হাতে নিজের হাতে তৈরি জিনিস তুলে দিলে মন্দ হয় না। কিন্তু, প্রতিবারই তো একগাদা খরচ করে দোকান থেকে চকোলেট কিনে আনেন, কিংবা আনেন ফুলের তোড়া। এবার না হয় একটু সময় বের করে আর সামান্য পরিশ্রম করে বানিয়ে নিন চকোলেট বোকে। খুব সামান্য উপকরণেই বাড়িতে বানানো যায় এই চকোলেট বোকে।
advertisement
advertisement
ভালবাসার দিন কী উপহার দেবেন তা ঠিক করে উঠতে পারেন না অনেকেই। সেক্ষেত্রে দিতে পারেন চকোলেট বোকে অর্থাৎ চকোলেটের তোড়া। ভ্যালেন্টাইন্স ডে কে আরও মিষ্টি করতে, আপনি নিজেই চকলেটের তোড়া তৈরি করতে পারেন। এতে আপনি আপনার সঙ্গীও বিভিন্ন স্বাদের চকলেট চেখে দেখতে পারবেন। একটি প্রেম বার্তা-সহ এই তোড়া দিন সঙ্গীকে।
advertisement
শিলিগুড়ির বাসিন্দা সুমন হাজরা বলেন, ” ভালবাসার দিনে ভালবাসার সঙ্গীকে ফুলের তোড়ার মতোই চকোলেটের তোড়া বানিয়ে দিলে দারুন হবে! এটি পুরোটাই চকোলেট দিয়ে তৈরি, নয় তো ফুলের মাঝখানে অনেকগুলো চকোলেট বসানো! ডিজাইন কেমন হবে, তা নির্ভর করছে বাজেটের উপর।”
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Valentine's Day 2024: ফুল তো অনেক হল, ভ্যালেন্টাইনস ডে তে সঙ্গীকে দিন 'এই' উপহার! প্রেমে পাগল হয়ে যাবে মনের মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement