North Dinajpur News: রাসায়নিক সার নয়! এই 'ঘনজীবামৃত' বাড়িতে বানিয়ে জমিতে দিলেই সোনা ফলবে

Last Updated:

এই ঘনজীবামৃত তৈরি করতে লাগবে বেসন, ঝোলা গুড়, গোবর সার, গোমুত্র ও বন জঙ্গলের রাসায়নিক সার মিশ্রিত নেই এমন মাটি। এই সার জমিতে দিলে সোনা ফলবে।

+
ঘনজীবামৃত 

ঘনজীবামৃত 

উত্তর দিনাজপুর: চাষবাসের জন্য লক্ষ লক্ষ টাকা লোন নিতে হবে না। বাজার থেকে দামী রাসায়নিক সার কিনে জমিতে না দিয়ে এবার প্রাকৃতিক উপায়ে জমির উর্বরতা শক্তি বাড়িয়ে তুলুন ঘরোয়া কিছু জিনিস ব্যবহার করে। নিখরচায় প্রাকৃতিক চাষ পদ্ধতিতে ঘনজীবামৃত তৈরি করে জমিতে ব্যবহার করুন এবং দ্বিগুন ফসল পান।
বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে এই ঘনজীবামৃত নিমেষেই তৈরি করতে পারবেন। তৈরি করতে লাগবে বেসন, ঝোলা গুড়, গোবর সার, গোমুত্র ও বন জঙ্গলের রাসায়নিক সার মিশ্রিত নেই এমন মাটি। এগুলো সমস্ত কিছু মিশিয়ে বেশ কয়েকদিন রেখে তারপর চাষের জমিতে প্রয়োগ করুন।
advertisement
advertisement
কৃষি বিশেষজ্ঞ অবেন দেবশর্মা জানান প্রচুর মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করায় জমির উর্বরতা শক্তি দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া রাসায়নিক সারের অত্যাধিক দাম যার ফলে চাষবাসের জন্য নিত্যদিন কৃষকদের লোনও নিতে হয়। এই পর্যায়ে কৃষকরা যদি পুরনো প্রাকৃতিক উপায় চাষবাস করে তবে রাসায়নিক সার ছাড়াই প্রাকৃতিক উপায় ভাল মানের ফসল পেতে পারে।
advertisement
মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে কীটপতঙ্গ পোকামাকড়ের আক্রমণ ইত্যাদি থেকে ফসলকে রক্ষা করবে ঘনজীবামৃত। এই ঘনজীবামৃত তৈরি করার ৪৮ ঘন্টা পর জমিতে দিতে পারবেন। এগুলো সকাল ও সন্ধ্যায় চাষের জমিতে প্রয়োগ করে তারপর আপনার পছন্দ মত ফসল লাগান। চাষের জমিতে ঘনজীবামৃত তৈরি করে ফসল উৎপাদন করলেই পাবেন ভাল মানের ফসল ও ফসল হবে দ্বিগুন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: রাসায়নিক সার নয়! এই 'ঘনজীবামৃত' বাড়িতে বানিয়ে জমিতে দিলেই সোনা ফলবে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement