Food: খাদ্যরসিকদের জন্য দারুণ সুখবর! মাত্র ১০ টাকায় আনলিমিটেড ঘুগনি, কোথায় মিলছে জানেন?
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Food: যত মন খুশি আনলিমিটেড ঘুগনি পাবেন এই দোকানে। শুধু ঘুগনি নয় ভেজ চপ দিয়ে আনলিমিটেড ঘুগনি মিলবে মাত্র ১০ টাকায়। সারাবছর খাদ্য রসিকদের এমনই বিশেষ অফার দিয়ে চলেছেন মালদহ শহরের জিলা স্কুল সংলগ্ন এলাকার এক ঘুগনি বিক্রেতা উজ্জ্বল গুপ্ত। আনলিমিটেড হলেও আপস হয়নি স্বাদের ক্ষেত্রে। ভেজ থেকে মাটন সমস্ত রকম আইটেম দিয়ে আনলিমিটেড ঘুগনি মিলবে একবার নিলে।
মালদহ, জিএম মোমিন: পেট পুরে খেতে ভালবাসেন? তাহলে দেরি কিসের। পকেটে মাত্র ১০ টাকা নিয়ে চলে আসুন মালদহ শহরের এই দোকানে। যত মন খুশি আনলিমিটেড ঘুগনি পাবেন এই দোকানে। শুধু ঘুগনি নয় ভেজ চপ দিয়ে আনলিমিটেড ঘুগনি মিলবে মাত্র ১০ টাকায়। সারা বছর খাদ্য রসিকদের এমনই বিশেষ অফার দিয়ে চলেছেন মালদহ শহরের জিলা স্কুল সংলগ্ন রাজমহল রোড এলাকার এক ঘুগনি বিক্রেতা উজ্জ্বল গুপ্ত। আনলিমিটেড হলেও আপস হয়নি স্বাদের ক্ষেত্রে।
ভেজ থেকে মাটন সমস্ত রকম আইটেম দিয়ে আনলিমিটেড ঘুগনি মিলবে একবার নিলে। ঘুগনি খেতে আসা এক খাদ্য রসিক দেব প্রামানিক জানান, ‘সন্ধ্যে নামলেই এই দোকানে ব্যাপক ভিড় জমে। আনলিমিটেড হওয়ার পর থেকে আরও বেশি ভিড় জমছে। ডিম, চিকেন, পনির বিভিন্ন রকম আইটেম দিয়ে ঘুগনি দেন। আনলিমিটেড হলেও স্বাদের ক্ষেত্রে কোন পরিবর্তন নেই। খেতে সত্যি খুব অসাধারণ লাগে।’
advertisement
আরও পড়ুন-২০২৬-এ ভয়ঙ্কর ‘তুলকালাম’…! এই ৩ রাশিতে লোহার পায়ে হাঁটবেন শনিদেব, সোনায় মুড়বে কাদের কপাল? জানুন আপনার ভাগ্যে কী?
ঘুগনি বিক্রেতা উজ্জ্বল গুপ্ত জানান, ‘সারা বছরই ভেজ চপ দিয়ে মাত্র ১০ টাকায় আনলিমিটেড ঘুগনি বিক্রি করছি। পাশাপাশি ১৫ টাকায় ডিম চপ, ২০ টাকায় চিকেন, পনির এবং চিংড়ি মাছের চপ ও ৩০ টাকায় মাটন চপ দিয়ে আনলিমিটেড ঘুগনি বিক্রি করি। প্রতিদিন খোলা থাকে দোকান। আনলিমিটেডের পর থেকে বেশি ভিড় জমছে দোকানে।’
advertisement
advertisement
আরও পড়ুন-ভোর ৩-৪ টের সময় রোজ ঘুম ভাঙছে? শরীর খারাপ না অন্য কিছু! প্রকৃতি কি কোনও ইঙ্গিত দিচ্ছে? জেনে নিন জ্যোতিষীর থেকে
মূলত মোমোর ক্ষেত্রে ফাস্টফুডের দোকানে দেখা দেয় আনলিমিটেড সুপ। তবে মালদহ শহরের এই ফাস্টফুডের দোকানে আনলিমিটেড ঘুগনির এই অফার নজর কেড়েছে সকলের। বিশেষ কোনওদিন নয়, সারাবছরই এভাবে ১০ টাকায় আনলিমিটেড ঘুগনি বিক্রি করছেন মালদহের এই ঘুগনি বিক্রেতা। তবে বর্তমানে প্রচার বাড়ার সঙ্গে খাদ্যরসিকদের ভিড় বাড়ায় হিমশিম পরিস্থিতি দেখা দিচ্ছে ঘুগনি বিক্রেতার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 23, 2025 4:49 PM IST







