Ramkrishna Mission: সারগাছি রামকৃষ্ণ মিশন পরিদর্শনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি
- Reported by:Pranab kumar Banerjee
- Published by:Uddalak B
Last Updated:
Ramkrishna Mission: সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করে আশ্রমের মূল মন্দিরে গিয়ে ঠাকুর রামকৃষ্ণ, সারদা মা ও স্বামী বিবেকানন্দ, স্বামী অখণ্ডানন্দের প্রতি অর্ঘ্য নিবেদন করেন মন্ত্রী সাধী নিরঞ্জন জ্যোতি।
সারগাছি: সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং ক্রেতা সুরক্ষা, গণবণ্টন খাদ্য মন্ত্রক রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। শুক্রবার আশ্রমে স্বামী বিশ্বময়ানন্দ মহারাজের সঙ্গে দেখা করেন তিনি। মন্ত্রীর হাতে আশ্রমে বোনা বস্ত্র, উৎপাদিত খাদ্য প্রক্রিয়াকরণ সামগ্রী-সহ স্মারক তুলে দেন মহারাজ।
সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করে আশ্রমের মূল মন্দিরে গিয়ে ঠাকুর রামকৃষ্ণ, সারদা মা ও স্বামী বিবেকানন্দ, স্বামী অখণ্ডানন্দের প্রতি অর্ঘ্য নিবেদন করেন মন্ত্রী সাধী নিরঞ্জন জ্যোতি। এই আশ্রমে এসে ও আশ্রমের বহুবিধ কর্মকান্ড সম্পর্কে জানতে পেরে খুশি, সে কথা প্রকাশ করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ।
advertisement
advertisement
আরও পড়ুন- ভুল করেও তুলসির কাছে এই গাছ লাগাবেন না, বড় বিপদ নেমে আসবে, সতর্ক থাকুন
সেইসঙ্গে এ দিন এক অনুষ্ঠানের মাধ্যমে ইদ উপলক্ষ্যে শতাধিক মানুষকে আশ্রমে বোনা শাড়ি ও ধুতি বিতরণ করা হয়। আশ্রমের উদ্যোগে এই সম্প্রীতির নজির মনে দাগ কেটেছে সকলের।
মন্ত্রীকে কাছে পেয়ে সারগাছি স্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, আশ্রমের ধান্য গঙ্গা কৃষিবিজ্ঞান কেন্দ্রে ফুড টেস্টিং ল্যাবরেটরি স্থাপনের আর্জি জানান স্বামী বিশ্বময়ানন্দ। সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনের পরে এই আশ্রমে এসে ও আশ্রমের বহুবিধ কর্মকান্ড সম্পর্কে জানতে পেরে খুশির কথা প্রকাশ করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং ক্রেতা সুরক্ষা, গণবণ্টন খাদ্য মন্ত্রক রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। সেই সঙ্গে এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে উপলক্ষ্যে শতাধিক মানুষকে আশ্রমে বোনা শাড়ি ও ধুতি বিতরণ করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 22, 2023 3:25 PM IST








