Udayan Guha: রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তাঁর ফেসবুক থেকেই পর পর রহস্যময় পোস্ট! তুমুল জল্পনার পর মুখ খুললেন উদয়ন

Last Updated:

এই ঘটনার কথা জানাজানি হতে তৃণমূলের পক্ষ থেকে দিনহাটা থানার মাধ্যমে সাইবার সেলে অভিযোগ জানানো হয়৷ তদন্তে নামে জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
শুভঙ্কর সাহা, কোচবিহার: রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী৷ আর তাঁর অ্যাকাউন্ট থেকেই হচ্ছিল সরকার বিরোধী একের পর এক পোস্ট৷ শুক্রবার সকালে এ নিয়েই চাঞ্চল্য ছড়াল কোচবিহারে৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন সব পোস্ট দেখে স্থানীয় রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে যায়৷
শেষ পর্যন্ত অবশ্য মন্ত্রী নিজেই জল্পনার অবসান ঘটান৷ ফেসবুকে তিনি পোস্ট করে দাবি করেন, তাঁর দুটি অ্যাকাউন্টই হ্যাক করা হয়েছে৷ হ্যাকাররাই তাঁর নাম করে সরকার বিরোধী পোস্টগুলি করেছে৷ এই ঘটনার কথা জানাজানি হতে তৃণমূলের পক্ষ থেকে দিনহাটা থানার মাধ্যমে সাইবার সেলে অভিযোগ জানানো হয়৷ তদন্তে নামে জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা৷ পুলিশকে অভিযোগ জানিয়েছেন মন্ত্রী নিজেও৷
advertisement
advertisement
ফেসবুকে উদয়ন গুহ লেখেন, ‘আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল, উদয়ন গুহ আর গুহ বাবুন- দুটিই সম্ভবত কেউ হ্যাক করে সরকার বিরোধী পোস্ট করছে । পুলিশ কে জানানো হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য।’
দিনহাটা শহর ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি বিশু ধর বলেন, ‘একজন মন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট এ ভাবে কারা হ্যাক করল, তাদের কোনও খারাপ উদ্দেশ্য আছে কি না, তা জানা প্রয়োজন৷ আমরা পুলিশকে অনুরোধ করেছি অবিলম্বে ব্যবস্থা নিতে৷’ যদিও এই ঘটনায় মন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে যেহেতু উদয়ন গুহ বরাবরই বিতর্কিত চরিত্র, তাই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরকার বিরোধী পোস্টে আরও বেশি করে জল্পনা ছড়ায়৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Udayan Guha: রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তাঁর ফেসবুক থেকেই পর পর রহস্যময় পোস্ট! তুমুল জল্পনার পর মুখ খুললেন উদয়ন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement