Udayan Guha: রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তাঁর ফেসবুক থেকেই পর পর রহস্যময় পোস্ট! তুমুল জল্পনার পর মুখ খুললেন উদয়ন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই ঘটনার কথা জানাজানি হতে তৃণমূলের পক্ষ থেকে দিনহাটা থানার মাধ্যমে সাইবার সেলে অভিযোগ জানানো হয়৷ তদন্তে নামে জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা৷
শুভঙ্কর সাহা, কোচবিহার: রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী৷ আর তাঁর অ্যাকাউন্ট থেকেই হচ্ছিল সরকার বিরোধী একের পর এক পোস্ট৷ শুক্রবার সকালে এ নিয়েই চাঞ্চল্য ছড়াল কোচবিহারে৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন সব পোস্ট দেখে স্থানীয় রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে যায়৷
শেষ পর্যন্ত অবশ্য মন্ত্রী নিজেই জল্পনার অবসান ঘটান৷ ফেসবুকে তিনি পোস্ট করে দাবি করেন, তাঁর দুটি অ্যাকাউন্টই হ্যাক করা হয়েছে৷ হ্যাকাররাই তাঁর নাম করে সরকার বিরোধী পোস্টগুলি করেছে৷ এই ঘটনার কথা জানাজানি হতে তৃণমূলের পক্ষ থেকে দিনহাটা থানার মাধ্যমে সাইবার সেলে অভিযোগ জানানো হয়৷ তদন্তে নামে জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা৷ পুলিশকে অভিযোগ জানিয়েছেন মন্ত্রী নিজেও৷
advertisement
আরও পড়ুন: বাবার গাড়ি নিয়ে পথ আটকে তৃণমূল নেতাকে গুলি, কোচবিহারে গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে! ধৃত চালকও
advertisement
ফেসবুকে উদয়ন গুহ লেখেন, ‘আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল, উদয়ন গুহ আর গুহ বাবুন- দুটিই সম্ভবত কেউ হ্যাক করে সরকার বিরোধী পোস্ট করছে । পুলিশ কে জানানো হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য।’
দিনহাটা শহর ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি বিশু ধর বলেন, ‘একজন মন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট এ ভাবে কারা হ্যাক করল, তাদের কোনও খারাপ উদ্দেশ্য আছে কি না, তা জানা প্রয়োজন৷ আমরা পুলিশকে অনুরোধ করেছি অবিলম্বে ব্যবস্থা নিতে৷’ যদিও এই ঘটনায় মন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে যেহেতু উদয়ন গুহ বরাবরই বিতর্কিত চরিত্র, তাই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরকার বিরোধী পোস্টে আরও বেশি করে জল্পনা ছড়ায়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 7:16 PM IST