Coochbehar BJP MLA Son Arrest: বাবার গাড়ি নিয়ে পথ আটকে তৃণমূল নেতাকে গুলি, কোচবিহারে গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে! ধৃত চালকও

Last Updated:

এই ঘটনার পরই প্রতিবাদে নামেন তৃণমূলের কর্মী সমর্থকরা৷ একাধিক জায়গায় পথ অবরোধও করে শাসক দল৷

ধৃত বিজেপি বিধায়কের ছেলে উত্তম রায়৷
ধৃত বিজেপি বিধায়কের ছেলে উত্তম রায়৷
শুভঙ্কর সাহা, কোচবিহার: বিজেপি বিধায়কের গাড়ি থেকে তৃণমূল নেতাকে গুলি৷ গ্রেফতার কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে৷ গ্রেফতার করা হয়েছে বিধায়কের গাড়ির চালককেও৷ চাঞ্চল্যকর এই ঘটনায় শুক্রবার সকাল উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার ২ ব্লকের ঝিনাইডাঙা এলাকা৷
জানা গিয়েছে আহত তৃণমূল নেতার নাম রাজু দে৷ তিনি তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ৷ অভিযোগ, বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেলে করে ফেরার সময় কোচবিহারের ঝিনাইডাঙা এলাকায় ওই তৃণমূল নেতার পথ আটকায় একটি কালো রংয়ের গাড়ি৷ এর পরই ওই গাড়ি থেকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ গুলি লাগে তৃণমূল নেতার হাতে৷ গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল নেতা কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
advertisement
advertisement
এই ঘটনার পরই প্রতিবাদে নামেন তৃণমূলের কর্মী সমর্থকরা৷ একাধিক জায়গায় পথ অবরোধও করে শাসক দল৷ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় যুক্ত বলে অভিযোগ তোলে তৃণমূল৷ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়ের গাড়ি থেকেই ওই তৃণমূল নেতাকে গুলি করা হয়৷
advertisement
প্রথমে বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় ও গাড়ির চালক উত্তম গুপ্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুণ্ডিবাড়ি থানার পুলিশ৷ পরে তাঁদের গ্রেফতার করা হয়৷ বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকেও৷ আরও দু জনের খোঁজ করছে পুলিশ৷ গুলি চালানোয় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ৷ যদিও বিজেপি বিধায়ক সুকুমার রায়ের দাবি, তাঁর ছেলেকে ফাঁসানো হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coochbehar BJP MLA Son Arrest: বাবার গাড়ি নিয়ে পথ আটকে তৃণমূল নেতাকে গুলি, কোচবিহারে গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে! ধৃত চালকও
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement