#মালদহ: অ্যাম্বুলেন্সে করে মদ পাচারের ঘটনা পর এবার নম্বরবিহীন গাড়িতে মাদক ট্যাবলেট পাচারের ঘটনা ধরা পড়ল মালদহে। শনিবার ভোরে মালদহের বৈষ্ণবনগর থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের পিটিএস মোড় এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশির সময় উদ্ধার হয় প্রায় ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । ধৃতরা প্রত্যেকেই দক্ষিণ দিনাজপুরের হিলি এলাকার বাসিন্দা । আটক করা হয়েছে একটি নম্বরবিহীন চার চাকার গাড়ি।
ধৃতদের মোবাইল ফোন ও নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। জানাগিয়েছে , লকডাউন এর জেরে মালদহে ৩৪ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং । শনিবার ভোরে চার চাকার গাড়িতে মাদক ট্যাবলেট পাচার হচ্ছিল । পুলিশের ব্যারিকেড দেখে গাড়ি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তৎপরতার সঙ্গে গাড়িটিকে আটক করে । গাড়িতে থাকা দুই যুবকের কেউই পুলিশের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি । এতে পুলিশের সন্দেহ আরও বাড়ে । পরে তল্লাশির সময় মোট ৭টি প্যাকেটের ১৪ হাজার মাদক ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এই ট্যাবলেট গুলি মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে মালদা হয়ে দক্ষিণ দিনাজপুরের হিলিতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে বাংলাদেশে পাচারের পরিকল্পনা থাকতে পারে বলে অনুমান পুলিশের। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিচ্ছে পুলিশ। এরআগে গত শুক্রবারে মালদার হবিবপুর থানার আইহো এলাকায় নাকা চেকিং এর সময় সন্দেহজনক অ্যাম্বুলেন্স আটক করে প্রচুর বিদেশী মদের হদিস পায় পুলিশ । ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় তিনজনকে । এর ২৪ ঘন্টার মধ্যেই এবার উদ্ধার হলো প্রচুর মাদক ট্যাবলেট। পরপর ঘটনায় পুলিশ নিশ্চিত সক্রিয় হয়েছে মাদক পাচার চক্র । জেলার বিভিন্ন থানার পুলিশকে সতর্ক করে নাকা চেকিং জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, COVID-19, Lockdown, Tablet Smuggling