Train Accident news: ঘন কুয়াশার মধ্যে রেললাইন পারাপার, ট্রেনের ধাক্কায় সব শেষ! মৃত্যু হল বৃদ্ধার
- Reported by:SUROJIT DEY
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Train Accident news: ডুয়ার্সের বানারহাটে শুক্রবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধা মহিলা। ঘন কুয়াশার কারণে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় জাভেদা বিবি (৬১)-র।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ডুয়ার্সের বানারহাটে শুক্রবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধা মহিলা। ঘন কুয়াশার কারণে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় জাভেদা বিবি (৬১)-র। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই শুক্রবার সকালে প্রাতঃকর্ম সেরে বাড়ি ফেরার সময় বানারহাট স্টেশনের অদূরে রেললাইন পার হচ্ছিলেন জাভেদা বিবি। ওই সময় এনজেপি থেকে ডিব্রুগড়গামী প্যাসেঞ্জার ট্রেন দ্রুতগতিতে লাইনে প্রবেশ করে। সকাল থেকেই গোটা ডুয়ার্স অঞ্চল ঘন কুয়াশায় ঢেকে থাকায় দূর থেকে ট্রেনটি দেখতে পাননি তিনি।
advertisement
advertisement
ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে অসাবধানতাবশত লাইনে উঠে পড়তেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা নবিউল শেখ বলেন, “সকাল থেকে এত কুয়াশা ছিল যে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। হঠাৎ চিৎকার শুনে সামনে গিয়ে দেখি রেললাইনের ধারে ছিন্নভিন্ন দেহ পড়ে রয়েছে।” দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মীরা। তাঁরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠান। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 26, 2025 2:05 PM IST








