Loksabha Election 2024: দ্বিতীয় দফার ভোট শেষ! নির্বাচন মিটতেই চেনা ছন্দে পাহাড়... দেখা মিলল পর্যটকদের 

Last Updated:

ভোট পর্ব মিটতেই পাহাড়ে ফের দেখা মিলল পর্যটকদের। এদিন সকাল থেকেই শিলিগুড়ি থেকে একাধিক গাড়ি পাহাড় অভিমুখে আসতে শুরু করেছে।

শিলিগুড়ি: নির্বাচন শেষ হতেই চেনা ছন্দে ফিরল পাহাড়৷ ভোট পর্ব মিটতেই পাহাড়ে ফের দেখা মিলল পর্যটকদের। এদিন সকাল থেকেই শিলিগুড়ি থেকে একাধিক গাড়ি পাহাড় অভিমুখে আসতে শুরু করেছে।
হোটেল সূত্রে জানা গিয়েছে, পাহাড়ে পর্যটকদের জন্য এই গরমে সব ঘর বুকিং হয়ে গিয়েছে৷ পাহাড়ের চেনা ছবি ফিরে আসায় খুশি ব্যবসায়ীরাও৷ ভোটের কারণে অনেকে বুকিং বাতিল করেছিলেন৷ অনেকে আবার ভোটের দিন পাহাড় থেকে নেমে অন্যত্র চলে যান৷ কেউ কেউ আবার ভোটের দিন পাহাড় এড়িয়ে গিয়েছিলেন৷ যদিও পাহাড়ের ভোটে কোনও অশান্তি হয় না। এই অবস্থায় সকলেই পাহাড় মুখী হতে শুরু করেছেন৷
advertisement
advertisement
শুধু দার্জিলিং নয়। উত্তরের ছয় আসনেই যেহেতু ভোট হয়ে গেল, তাই পাহাড়ের পাশাপাশি ডুয়ার্সেও প্রচুর পর্যটক যাতায়াত শুরু করেছেন।
ভোট শেষ৷ প্রচারের নেই ব্যস্ততা। সকাল থেকে রাজনৈতিক অঙ্ক খোঁজার জায়গা নেই৷ তাই উত্তরের নেতাদের একাংশ তারাও ছুটির মুডে। শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব ব্যস্ততা ঝেড়ে ফেলে রেখে আপাতত ব্যস্ত হিয়ার মাঝে গ্রন্থাগার নিয়ে৷ তার নিজস্ব লাইব্রেরিতে বহু রকমের বই আছে। আপাতত তিনি সময় কাটাবেন রামচন্দ্র গুহর লেখা নিয়ে৷ তবে ছুটি কাটাতে যাওয়ার ফুরসত মিলবে কিনা তা আপাতত জানেন না৷
advertisement
অনীত থাপা রয়েছেন পাহাড়েই৷ কার্শিয়ংয়ে তিনি ব্যস্ত তাঁর অফিসে।তৃণমূলের প্রার্থী গোপাল লামাও ছুটির মুডে৷ আপাতত ভোট মিটতেই শান্ত শীতল পাহাড়ের খোঁজে সকলে।।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Loksabha Election 2024: দ্বিতীয় দফার ভোট শেষ! নির্বাচন মিটতেই চেনা ছন্দে পাহাড়... দেখা মিলল পর্যটকদের 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement