Tourist Death in Jalpaiguri: পুজোর মুখে ডুয়ার্সে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, মৃত্যু কলকাতার পর্যটকের! আহত আরও ৫
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Tourist Death in Jalpaiguri: জঙ্গল সাফারি সেরে ফেরার পথে জলপাইগুড়ির লাটাগুড়ি জঙ্গলে দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি।
জলপাইগুড়ি: জঙ্গল সাফারি সেরে ফেরার পথে জলপাইগুড়ির লাটাগুড়ি জঙ্গলে দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি। একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মহিলা-সহ বেশ কয়েকজন পর্যটক। আহতদের কয়েকজন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার শেষ বেলায় এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যানের লাটাগুড়ি জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের পথ দিয়ে দ্রুত গতিতে ছুটে চলা একটি চার চাকার ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বোঝাই জঙ্গল সাফারি করাতে নিয়ে যাওয়া জিপসি গাড়িতে সজোরে ধাক্কা মারে।
আরও পড়ুন: দুর্গন্ধ ভেসে আসছিল, কচুরিপানার ভিতর থেকে উদ্ধার পচাগলা দেহ! হাড়হিম কাণ্ড
তার জেরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। আহত পর্যটকরা দক্ষিণবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। জলপাইগুড়িগামী একটি সরকারি বাসের যাত্রীরা বাস থামিয়ে দুর্ঘটনাগ্রস্ত পর্যটকদের উদ্ধার করে প্রথমে লাটাগুড়ি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। পরবর্তীতে আহতদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
advertisement
advertisement
জেলাশাসক জানান, প্রবীর কর, বয়স ৫৩ বছর/পুরুষ, স্থানীয় ব্যক্তি প্রজেশ কেআর মল্লিক, বয়স ৫৫বছর/পুরুষ, মধ্যমগ্রামের বাসিন্দা মীরা মল্লিক, বয়স ৬৫বছর / মহিলা, ঢাকুরিয়া কলকাতার সুমিতা দত্ত, বয়স ৭০ বছর/মহিলা, মধ্যমগ্রামের মাধুরী মল্লিক বয়স ৭২বছর /মহিলা শনাক্ত করা গিয়েছে। প্রতিমা দে, ৬৩, মহিলা, ঢাকুরিয়া, কলকাতার বাসিন্দার মৃত্যু হয়েছে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2023 11:26 PM IST