Body Found: দুর্গন্ধ ভেসে আসছিল, কচুরিপানার ভিতর থেকে উদ্ধার পচাগলা দেহ! হাড়হিম কাণ্ড

Last Updated:

Body Found: দুর্গন্ধে ভরে গিয়েছিল চারিদিকে। তবে কোথাও কিছু দেখা যাচ্ছিল না। অবশেষে কচুরিপানার ভিতর থেকে উদ্ধার হল‌ পচাগলা দেহ।

দেহ উদ্ধার এখানেই
দেহ উদ্ধার এখানেই
মালদহ: দুর্গন্ধে ভরে গিয়েছিল চারিদিকে। তবে কোথাও কিছু দেখা যাচ্ছিল না। অবশেষে কচুরিপানার ভিতর থেকে উদ্ধার হল‌ পচাগলা দেহ। বিলের মধ্যে জমে থাকা কচুরিপানার ভিতর থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
এদিন সকালে মালদহের ইংরেজবাজার শহর সংলগ্ন চাতরার বিল থেকে দেহটি উদ্ধার হয়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই একদিন থেকেই ইংরেজবাজার শহরের তিন নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লি নেতাজি কলোনি এলাকায় চাত্রার বিলের দিক থেকে দুর্গন্ধ ভেসে আসছিল।‌ তবে ওই মৃতের নাম পরিচয় এখন কিছু জানা যায়নি।
advertisement
advertisement
ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা বিজয় সরকার বলেন, ‘দেহটি আমরা দেখতে পাইনি। সকালে এক যুবক এই বিলে ঘাস কাটতে আসে তারই নজরে আসে প্রথম দেহটি। জানাজানি হলে আমরা ছুটে আসি। পুলিশ মৃত দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে।’
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Body Found: দুর্গন্ধ ভেসে আসছিল, কচুরিপানার ভিতর থেকে উদ্ধার পচাগলা দেহ! হাড়হিম কাণ্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement