Crime News: পুত্রসন্তানের আশায় নিজের দুই মেয়েকে তান্ত্রিকের নির্দেশে ধর্ষণ বাবার! যাবজ্জীবনের সাজা বিহারের বিনোদকে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Crime News: তান্ত্রিকের নির্দেশ মেনেও নেয় বিনোদ। স্ত্রী ও শ্যালিকার সমর্থনে দিনের পর দিন নিজের মেয়েদের ধর্ষণ করে ওই ব্যক্তি। তবে ঘটনা চাপা থাকেনি।
বক্সার: পুত্রসন্তানের আশা ছিল বিনোদ কুমার সিংয়ের। কিন্তু পর পর দু’বারই হয় মেয়ে। কীভাবে ছেলের বাবা হওয়া যায় তার পরামর্শ নিতে বিনোদ গিয়েছিল এক তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিক বিনোদকে পরামর্শ দেয়, নাবালিকা মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করার জন্য।
তান্ত্রিকের নির্দেশ মেনেও নেয় বিনোদ। স্ত্রী ও শ্যালিকার সমর্থনে দিনের পর দিন নিজের মেয়েদের ধর্ষণ করে ওই ব্যক্তি। তবে ঘটনা চাপা থাকেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালে শালিকার মাধ্যমে ওই তান্ত্রিকের কাছে যায় বিহারের বক্সার জেলার বাসিন্দা বিনোদ কুমার সিং। ওই তান্ত্রিক পুত্রলাভের কৌশল হিসাবে বিনোদ কুমারকে দুই মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের পরামর্শ দেয়।
advertisement
আরও পড়ুন: বৃষ্টির দিনে এই সবজিগুলি খাওয়া এড়িয়ে চলুন, অজান্তে বড় ক্ষতি হতে পারে!
তান্ত্রিকের এই পরামর্শ মেনে নিয়ে বিনোদ কুমার। তারপর তার পুত্রসন্তান হয়। কিন্তু পুত্রসন্তান হওয়ার পরেও মেয়েদের অত্যাচার থেকে রেহাই দেয়নি বিনোদ কুমার। দিনের পর দিন সে নাবালিকা মেয়েদের উপর যৌন অত্যাচার চালিয়ে যেত। এখানেই শেষ নয়, মেয়েদের সম্মান বিক্রি করতেও সে পিছুপা হয়নি। হোটেলে পাঠিয়ে মেয়েদের যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করে।
advertisement
advertisement
আরও পড়ুন: টাকার লোভে নৃশংস খুন প্রেম করে বিয়ে করা স্ত্রীকে! মারাত্মক কাণ্ড ক্যানিংয়ে
বৃহস্পতিবার সেই মামলা ওঠে বক্সার জেলা আদালতে। সরকারি আইনজীবী সুরেশ কুমার সিং বিনোদ কুমারের বিরুদ্ধে পকসো ধারায় বক্সার জেলা আদালতে মামলা দায়ের করেন। বিচারক বিনোদ কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2023 10:37 AM IST