Crime News: টাকার লোভে নৃশংস খুন প্রেম করে বিয়ে করা স্ত্রীকে! মারাত্মক কাণ্ড ক্যানিংয়ে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ARPAN MONDAL
Last Updated:
Crime News: বছর পাঁচেক আগে প্রেম করে বিয়ে, তারপর পণের দাবিতে লাগাতার অত্যাচার। শেষে চরম পরিণতি।
ক্যানিং: স্ত্রীকে গুলি করে খুন। নিহতের নাম ছেলিমা লস্কর সর্দার (৩১)। অভিযুক্ত স্বামী বাবুরালি সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দক্ষিণ ডেভিসাবাদ গ্রামে। রাতেই খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর পাঁচেক আগে প্রেম করে বিয়ে করে ছেলিমা ও বাবুরালী। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের টাকা-পয়সার জন্য ছেলিমাকে মারধর করত বাবুরালি। নগদ টাকা, মোটর ভ্যান-সহ বহু দাবি পূরণ করলেও কোনও ভাবেই অত্যাচার কমেনি ছেলিমার উপর।
আরও পড়ুন: গ্রেফতার মূল অভিযুক্ত, মণিপুরের বিবস্ত্র মহিলাদের ভাইরাল ভিডিও সরাতে ট্যুইটারকে নির্দেশ কেন্দ্রের
অবশেষে সাংসারিক বিবাদের জেরেই স্ত্রীকে গুলি করে খুন করে স্বামী।মাথার পিছনে গুলি করে হয়েছে বলে পুলিশের দাবি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলিমার। মৃতের দাদার অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন ভাবে টাকা ও অন্যান্য সামগ্রী দাবি করত জামাইবাবু।
advertisement
advertisement
না দিতে পারলে বিভিন্ন সময়ে স্ত্রীর উপরে শারীরিক ও মানসিক অত্যাচার করত। ক্যানিং পুলিশের পক্ষ থেকে ঘটনাটি জেনে বাড়িতে এসে বোনের মৃতদেহ দেখেন পরিবারের লোকেরা। পরিকল্পনা করেই বোনকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতার দাদার। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।
advertisement
Arpan Mondal
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 1:58 PM IST