PM Modi on Manipur: মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে তা ক্ষমাহীন, কাউকে রেয়াত নয়: প্রধানমন্ত্রী মোদি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
PM Modi on Manipur: ৭৮ দিন পর মণিপুর ইস্যুতে কথা বললেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার নরেন্দ্র মোদি বলেছেন, 'মণিপুরের ঘটনা যে কোনও সভ্য সমাজের জন্য লজ্জাজনক।'
নয়াদিল্লি: সংসদে বাদল অধিবেশনে মণিপুরের লাগাতার হিংসার ঘটনা যে সবচেয়ে গুরুত্ব পেতে চলেছে তার আঁচ ছিলই। শুরুর দিনে মণিপুর নিয়ে অবশেষে মুখ খুলে সেই জল্পনাই সত্যি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭৮ দিন পর মণিপুর ইস্যুতে কথা বললেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার মোদি বলেছেন, ‘মণিপুরের ঘটনা যে কোনও সভ্য সমাজের জন্য লজ্জাজনক।’
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, এই ঘটনা ৪ মে-র। সেদিন দুই মহিলাকে প্রকাশ্যে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপরই এদিন প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আবেদন করছি, নিজেদের রাজ্যে আইনব্যবস্থা আরও মজবুত করুন। বিশেষ করে আমাদের মা-বোনেদের রক্ষার জন্য। কঠিন পদক্ষেপ গ্রহণ করুন। রাজনীতি, বাদ বিবাদের উপরে উঠে, যে কোনও রাজ্যে আগে নারীর সম্মান রক্ষা হোক।’
advertisement
“Will never forgive those who are behind this:” PM Modi speaks on Manipur video
Read @ANI Story | https://t.co/8D04cGCgdH#PMModi #Manipur #Parliament #MonsoonSession2023 pic.twitter.com/45tBpwGkd4
— ANI Digital (@ani_digital) July 20, 2023
advertisement
আরও পড়ুন: ২১ জুলাই বড় কোনও চমক দেবেন অনুব্রত? তিহাড়ে গুঞ্জন, কেষ্টর কামব্যাক কবে!
প্রধানমন্ত্রীর আশ্বাস, ‘কোনও অপরাধীকে ছাড় নয়। মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে, তা ক্ষমার অযোগ্য।’ দুই জনজাতি মহিলাকে যৌন হেনস্তার প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘এই ঘটনায় গোটা দেশের মাথা নত হচ্ছে।’ এই প্রসঙ্গে ইতিমধ্যে সরব গোটা দেশ। বিরোধীরাও ভিডিও প্রসঙ্গে প্রতিবাদ জানিয়েছেন। গত দু’ মাস ধরে জ্বলছে মণিপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষে দফায় দফায় অশান্তি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে যাওয়ার পরেও শান্ত হয়নি পরিস্থিতি।
advertisement
৩ মে ‘ট্রাইবাল সলিডারিটি মার্চ’ শুরু করে ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’। মেতেইদের তফসিলি উপজাতির তকমা না দেওয়ার দাবিতেই ছিল এই মিছিল। ক্রমেই তা হিংসাত্মক আকার ধারণ করে। মেতেই সংখ্যাগুরু ইম্ফল উপত্যকায় বেশকিছু বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। আর এর প্রতিক্রিয়াও হয় প্রায় সঙ্গে সঙ্গে। গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে হিংসা। এখনও মণিপুরে অশান্তি অব্যাহত। সেনা নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 12:12 PM IST