Manipur Violence: গ্রেফতার মূল অভিযুক্ত, মণিপুরের বিবস্ত্র মহিলাদের ভাইরাল ভিডিও সরাতে ট্যুইটারকে নির্দেশ কেন্দ্রের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Manipur Violence: ট্যুইটার এবং সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে এই ভিডিও শেয়ার না করার নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার।
নয়াদিল্লি: নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। তারপরে গণধর্ষণের শিকার হয়েছেন তাঁরা। অগ্নিগর্ভ মণিপুরে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা ডিজিটাল।
সেই ভিডিও নিয়ে এবার বড় নির্দেশ জারি করল কেন্দ্র। ট্যুইটার এবং সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে এই ভিডিও শেয়ার না করার নির্দেশ জারি করেছে সরকার। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, নির্দেশে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির ভারতীয় আইন মেনে চলা উচিত, কারণ মণিপুরের ঘটনাটি তদন্ত সাপেক্ষ।
আরও পড়ুন: ২১ জুলাই বড় কোনও চমক দেবেন অনুব্রত? তিহাড়ে গুঞ্জন, কেষ্টর কামব্যাক কবে!
গত ৪ মে মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটিয়ে নিয়ে গিয়ে, তাঁদের গণধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ। সেই ভিডিও ভাইরাল হতেই গোটা দেশজুড়ে শোরগোল পড়েছে। অভিযোগের আঙুল উঠেছে মণিপুরের মেতেই সম্প্রদায়ের দিকে।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, নংগপোক সেকমাই স্টেশনে গণধর্ষণ, অপহরণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার মূলে রয়েছে খুইরম হেরাদাস। ভাইরাল ভিডিওর অভিযুক্তদের ধরতে পুলিশের ১২টি দল গঠন করা হয়েছে। বাকিদের ধরতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 11:46 AM IST