অবাক হলেও এটাও সত্যি! এবার সিনেমায় অভিনয় করছেন 'এই' বর্ষীয়ান তৃণমূল নেতা

Last Updated:

TMC Leader in Acting: রাজনীতির মঞ্চের পাশাপাশি এবারে সিনেমাতেও অভিনয় করতে দেখা যাবে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের নেতা রবীন্দ্রনাথ ঘোষকে।

সেলুলয়েডে এবার তৃণমূল নেতা
সেলুলয়েডে এবার তৃণমূল নেতা
কোচবিহার: মঞ্চে বক্তব্য রাখতে হামেশাই দেখা যায় তাঁকে। সরকারি অনুষ্ঠান মঞ্চেও দেখা যায় সাবলীলভাবে। তবে এবার কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষকে দেখা যাবে সিনেমার পর্দায়। অবাক হলেও এটাই সত্যি। তিনি অভিনয় করছেন।
রাজনীতির মঞ্চের পাশাপাশি এবারে সিনেমাতেও অভিনয় করতে দেখা যাবে রবীন্দ্রনাথ ঘোষকে৷ কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে  শূন্য হৃদয় নামক একটি ছায়াছবিতে দরিদ্র পিতার  চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কোচবিহার তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষকে।
advertisement
advertisement
কখনও হুমকি কখনও নির্বাচনে বিরোধীদের এজেন্টকে হুমকি এসব ঘটনায় সংবাদমাধ্যমে নানা সময় শিরোনামে এসেছেন তিনি।  সেই ছায়াছবির প্রথম দিনের শুটিংয়ের কাজ শুরু হল। কোচবিহার শহরের রেল গেটে এলাকার একটি বাড়িতে শুটিং করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। রবীন্দ্রনাথ ঘোষের ছেলের চরিত্রে অভিনয় করলেন বাংলাদেশের অভিনেতা যুবরাজ খান।
ছায়াছবির শুটিং দেখতে ভিড় জমে স্থানীয়দের। লাইট ক্যামেরা অ্যাকশনের মাঝেও রবীন্দ্রনাথ ঘোষ কে বলতে শোনা গেল অভিনয়ের ডায়লগ বলা থেকেও তার কাছে অনেক বেশি সোজা জনগণের সামনে বক্তব্য রাখা।তবে শুটিং শেষে নিউজ ১৮ বাংলার ক্যামেরার মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "অভিনয় করে খুব ভাল লেগেছে, এটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা। পরিচালকও আমার অভিনয়ে খুশি হয়েছেন। ভবিষ্যতেও যদি সুযোগ পাই তাহলেও অভিনয় করতে পারি।"
advertisement
কোচবিহার পৌরসভার হাজারো কাজ৷ এছাড়াও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। হাজারো রকম কাজের চাপে মাথা তোলার সময় নেই। তবে এরই মাঝে সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন। স্ক্রিপ্ট মুখস্থ করে শুটিং ফ্লোরেও দিব্যি সময়মত হাজির রবীন্দ্রনাথ ঘোষ৷ আগামী বেশকয়েক দিন কাজের মাঝেও ব্যাস্ত থাকবেন শুটিং। নিজে অভিনয় করে আসলে স্থানীয় সিনেমা পরিচালক ও শিল্পীদের উতসাহ দিতে চাইছেন তিনি। আগামী দিনেও এভাবে স্থানীয় শিল্পীদের উতসাহ দিতে ও সিনেমাতে অভিনয়ে আগ্রহ বাড়াতে নিজে অভিনয় করবেন।
advertisement
প্রবীর কুণ্ডু
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অবাক হলেও এটাও সত্যি! এবার সিনেমায় অভিনয় করছেন 'এই' বর্ষীয়ান তৃণমূল নেতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement