'ডাক্তারদের গাফিলতিতে মৃত্যু হলে...', বিধানসভা থেকে কঠোর 'ব্যবস্থার' সিদ্ধান্ত ঘোষণা মমতার
- Published by:Sanjukta Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata On Doctors: স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ফের তাঁর কঠোর মনোভাব স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় শুক্রবার অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে একের পর এক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।
#কলকাতা: স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ফের তাঁর কঠোর মনোভাব স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় শুক্রবার অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে একের পর এক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "গাইনি চিকিৎসকের কল দিলেই আসতে হয়। তাদের গাফিলতিতে মৃত্যু হলে চিঠি লিখুন। আইন অনুযায়ী ব্যবস্থা হবে।" শুধু তাই নয়, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও মন্তব্য করেন মমতা।
advertisement
মমতা বলেন, "আমি ডাক্তারদের কাছে অনুরোধ করেছি, আরও বেশি করে যত্ন নাও। স্বাস্থ্য কর্মীদেরও আমরা অনুরোধ করেছি বেশি দায়িত্ব নেওয়ার। একইসঙ্গে হাসপাতালে দালালচক্র নিয়েও সরব হন মমতা। বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের আলিপুরদুয়ারে হাসপাতালে আয়া ও দালাল চক্র নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপি বিধায়ক জেনুইন প্রশ্ন করেছেন। এটা বাস্তব সমস্যা। আগে পিজি হাসপাতালেও সমস্যা ছিল। একটা ডেটা ব্যাঙ্ক তৈরি করুন। যাতে কোন হাসপাতালে কী হচ্ছে সেটা জানা যায়। আয়া অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। তবে আমি মনে করি তদন্ত হওয়া উচিত। দালাল চক্র পেলেই ধরবেন। আমি সমর্থন করি না। হেলথ ডিপার্টমেন্ট মণিটর করুন।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2022 1:03 PM IST