Malda News: দুর্গাপুজোর আগেই ভয়ঙ্কর বিপর্যয়! সব যেন গিলে খাচ্ছে....! আতঙ্কে ভয়ে ঘুম উড়েছে গ্রামবাসীদের
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda News: এবার হয়ত আর হবেনা পুজোর বিসর্জন। পুজোর আগেই সর্বনাশ! গঙ্গা গ্রাসে তলিয়ে গেল ইংরেজবাজার ব্লকের খাসকল গ্রামের বহু চর্চিত ফুজিমাই ঘাট। মালদহের মানিকচক, কালিয়াচকের পর এবার জেলা সদর এলাকা ইংরেজবাজার ব্লক এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙন।
মালদহ, জিএম মোমিন: পুজোর মুখে বাড়ল চিন্তা! প্রতিবছরই ধুমধাম সহিত মেলা ও পুজো বিসর্জন হত এলাকায়। দুর্গাপুজোয় মেতে উঠত গোটা গ্রাম। তবে এবারে আর হয়ত সেই চিত্র দেখা মিলবে না গ্রামে। গত কয়েকদিনের ব্যাপক ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। ইতিমধ্যে গঙ্গা গর্ভে বিলীন হয়েছে গ্রামের একমাত্র বিসর্জন ঘাট। যা এলাকায় পরিচিত ছিল ফুজি মাই ঘাট নামে। প্রতিবছরই সেখানে দুর্গাপুজা উপলক্ষে বসত বিশাল মেলা। তবে গত কয়েকদিনের ভাঙনের জেরে গোটা এলাকা গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে গ্রামবাসীদের। বর্তমানে ভাঙন আতঙ্কে ঘর ছেড়ে গঙ্গা পাহারায় নদী তীরবর্তী বাসিন্দারা।
মালদহের মানিকচক, কালিয়াচকের পর এবার জেলা সদর এলাকা ইংরেজবাজার ব্লক এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙন। ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েতের খাসকল গ্রামের গঙ্গা নদী তীরবর্তী রবিদাস পাড়া, শেখ পাড়া, চৌধুরী পাড়ায় প্রায় ৮০০ পরিবারের বসবাস। এক গ্রামবাসী পিংকি রবিদাস জানান, ‘গ্রামের একাধিক পুজো বিসর্জন হত এই ঘাটে। বর্তমানে বাড়ির কাছে গঙ্গার জল এসেছে। রাত জেগে পাহারায় থাকতে হচ্ছে খুব আতঙ্কে রয়েছি।’
advertisement
advertisement
স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী জানান, ‘বিষয়টি নিয়ে জেলা প্রশাসন এবং সেচ দফতরে জানানো হয়েছে। ইতিমধ্যে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে।’
advertisement
আরও পড়ুন-সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু…! প্রয়াত বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল? খবর ছড়াতেই মুখ খুললেন নায়িকা…
ভাঙন রোধের কাজ হলেও অসন্তুষ্টি প্রকাশ করেছেন গঙ্গা তীরবর্তী বাসিন্দারা। তাদের দাবি বালির বস্তা দিয়ে নয় ভাঙন রোধের জন্য পাথর দিয়ে বাঁধ নির্মাণ করে স্থায়ীভাবে সমস্যার সমাধান করা হোক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2025 2:24 PM IST