Malda News: পুজোর বাজার মাতাচ্ছে 'জিমিচুর'! বাংলার কাপড়কে টেক্কা দিচ্ছে এ কোন শাড়ি?

Last Updated:

Jimichur Sarees sold in Puja market:বাংলার শাড়িকে টেক্কা দিচ্ছে বিদেশি কাপড়ের এই শাড়ি। বাজারে জিমিচুর নামেই পরিচিত এই শাড়ি।

+
জিমিচুর

জিমিচুর শাড়ি 

মালদহ: বিদেশি কাপড়, তার উপর সুন্দর হাতের কাজ, সুতো দিয়ে তৈরি নানান নকশা, গোটা শাড়ি জুড়ে সুতোর কাজের নকশা। আবার শাড়ি জুড়ে সিকুয়েন্স করা আছে। এই সিকুয়েন্সের জন্যই আকর্ষণীয় এই শাড়ি।‌ যা ক্রেতাদের নজর কাড়ছে। এছাড়াও শাড়িতে রয়েছে জরির কাজ। সব মিলিয়ে একেবারেই নতুন ধরনের এই শাড়ি।
এবার পুজোর বাজারে ব্যাপক চাহিদা এখন থেকেই। বাংলার শাড়িকে টেক্কা দিচ্ছে বিদেশি কাপড়ের এই শাড়ি। বাজারে জিমিচুর নামেই পরিচিত এই শাড়ি। বাংলায় নয়, এই শাড়ি তৈরি হচ্ছে বেঙ্গালুরু। এবার পুজোয় বেঙ্গালুরুর তৈরি শাড়ির দখলে পুজোর বাজার।
advertisement
advertisement
প্রায় একমাস আগে থেকেই অন্যান্য শাড়ির তুলনায় এই শাড়ির বাজার কয়েকগুণ বেশি সাধারণত যুবতী বা মধ্য বয়সী মহিলাদের মধ্যে এই শাড়ি কেনার প্রবণতা বেশি। মালদহ শহরের কাপড় ব্যবসায়ী দেবাশীষ কুণ্ড বলেন, ব্যাঙ্গালোরে তৈরি হচ্ছে এই শাড়ি। বিদেশি কাপড়ের ওপর সুন্দর হাতের কাজ থাকছে। এবার পুজোয় ব্যাপক চাহিদা এই শাড়ির এখন থেকেই বাজার শুরু হয়েছে।
advertisement
প্রতিবছরই নিত্যনতুন আকর্ষণ থাকে পুজোর বাজারে। এবার অন্যান্য শাড়িকে পেছনে ফেলেছে এই জিমিচুর। দাম সাধ্যের মধ্যে রয়েছে। সবচেয়ে কম ১৮০০ টাকা থেকে শুরু এই শাড়ি। পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম রয়েছে শাড়ির। যে শাড়িতে হাতের কাজের উপর শাড়ির দাম তুলনাই বেশি। মালদহ শহরের প্রায় প্রতিটি দোকানে এবার জিমিচুর শাড়ি পাওয়া যাচ্ছে। পুজো যত এগিয়ে আসছে এই নতুন শাড়ির চাহিদা ততটাই বৃদ্ধি পাচ্ছে বাজারে এমনটাই দাবি করছেন বিক্রেতারা।
advertisement
অন্যান্য শাড়ির বিক্রি হচ্ছে, তবে অধিকাংশ ক্রেতাই দোকানে এসে সবার প্রথমে খোঁজ করছেন এই জিমিচুর শাড়ি। এই শাড়ি আকর্ষণীয় হয়ে ওঠার কারণ সুন্দর সুন্দর হাতের কাজ। এছাড়াও বিদেশি কাপড়ে এই শাড়ি তৈরি হওয়ায় ক্রেতারা বেশি পছন্দ করছেন কিনতে। কারণ দেশি কাপড়ের থেকে এই বিদেশী কাপড় অনেকটাই ভাল। তাই ক্রেতারা এই শাড়ির উপর ঝুঁকে পড়ছেন।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: পুজোর বাজার মাতাচ্ছে 'জিমিচুর'! বাংলার কাপড়কে টেক্কা দিচ্ছে এ কোন শাড়ি?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement