Chief Justice Warns Koustav Bagchi: 'স্বর নামিয়ে কথা বলুন!' কৌস্তভকে তিরস্কার বিচারপতির! শুনানির সময় চিৎকার করে বিপাকে বিজেপি নেতা

Last Updated:

Chief Justice Chandrachud warns Koustav Bagchi: সোমবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুনের মামলায় সুপ্রিম কোর্টের কার্যক্রম চলাকালীন কৌস্তভের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ ওঠে। তাঁকে সাবধান করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

'স্বর নামিয়ে কথা বলুন!' আদালতে কৌস্তভকে তিরস্কার বিচারপতির! সমর্থন তৃণমূলের
'স্বর নামিয়ে কথা বলুন!' আদালতে কৌস্তভকে তিরস্কার বিচারপতির! সমর্থন তৃণমূলের
কলকাতা: “স্বর নামিয়ে কথা বলুন”! অসঙ্গত আচরণের জন্য বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে সতর্ক করলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। সোমবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুনের মামলায় সুপ্রিম কোর্টের কার্যক্রম চলাকালীন কৌস্তভের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ ওঠে। তাঁকে সাবধান করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিজেপি নেতাকে তিরস্কার করার সিদ্ধান্তকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সোমবার স্বাগত জানিয়েছে।
একাধিক অনুষ্ঠানে, বাগচীকে কার্যধারায় বাধা দিতে, সহ-কাউন্সেল সদস্যদের আদালতে চিৎকার করতে দেখা গিয়েছে, “শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছেন তিনি।” সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাগচীর নোংরা আচরণকে ধিক্কার জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছে,””Don’t raise your voice. Lower your pitch. You’re addressing three judges in front of you, not the crowd watching over video conferencing.” But what else can we expect from a loudmouth half-time advocate, full-time @BJP4India karyakarta @koustavcp who thinks courtroom decorum can be bulldozed like everything else under their rule? Today, the Hon’ble Chief Justice rightfully pulled him up for his misconduct.”
advertisement
advertisement
প্রধান বিচারপতি বাগচীকে ‘স্বর নামিয়ে কথা বলার’ নির্দেশ দিয়েছিলেন। গ্যালারির পরিবর্তে বেঞ্চকে সম্বোধন করার দিকে মনোনিবেশ করতে বলেছিলেন। বিচারপতি আরও বলেন,” শুনানির লাইভ সম্প্রচারের সময় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে, বাগচী তাঁর বেপরোয়া কার্যকলাপের মাধ্যমে আদালত কক্ষকে রাজনৈতিক থিয়েটারে পরিণত করার চেষ্টা করছেন! প্রধান বিচারপতি চন্দ্রচূড় কৌস্তভ “উচ্চস্বরে এবং বিঘ্ন সৃষ্টিকারী আচরণ” করছেন বলে উল্লেখ করেন।
advertisement
কৌস্তভের এ হেন আচরণ বেঞ্চকে ক্ষুব্ধ করেছিল এবং মামলার গুরুত্ব থেকে বিচ্যুত হয়েছিল বলেই দাবি।আজ সুপ্রিম কোর্টে শুনানির সময় আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচীর আচরণে হতাশা প্রকাশ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, “আপনি কি আদালতের বাইরে গ্যালারিতে বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন? আমি গত দুই ঘণ্টা ধরে আপনার আচরণ লক্ষ্য করছি। প্রথমত, আপনার গলার স্বর নামান, প্রধান বিচারপতির কথা শুনুন। দ্বিতীয়ত, আপনি আপনার সামনে তিনজন বিচারককে সম্বোধন করছেন, তাঁদের জন্য নয়। যাঁরা ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিচারসভা দেখছেন, তাঁদের কথা ভেবেও সংযত হন।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Chief Justice Warns Koustav Bagchi: 'স্বর নামিয়ে কথা বলুন!' কৌস্তভকে তিরস্কার বিচারপতির! শুনানির সময় চিৎকার করে বিপাকে বিজেপি নেতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement