Mamata Banerjee: 'এক মাস হয়ে গেল, এবার উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন', জনগণের কাছে আর্জি মমতার

Last Updated:

Mamata Banerjee On Puja: মমতার পাখির চোখ এখন পুজো। ডিএম, এসপিদের নির্দেশ দিলেন, "এলাকাগুলো পরিদর্শন করুন। আইসিডিএস সেন্টারগুলো ঘুরে দেখুন। কোনও রকম সমস্যা থাকলে স্থানীয় স্তরে সমস্যা এর সমাধান করে দেবেন।"

'এক মাস হয়ে গেল, এবার উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন', জনগণের কাছে আর্জি মমতার
'এক মাস হয়ে গেল, এবার উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন', জনগণের কাছে আর্জি মমতার
কলকাতা: সোমবার সকালে সুপ্রিম কোর্টে  আরজি কর কাণ্ডের দ্বিতীয় শুনানি  শেষ হতেই প্রশাসনিক বৈঠকে  পুজো প্রস্তুতিতে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সভাঘরে বৈঠকে তিনি বললেন, “১ মাস ১ দিন হয়ে গিয়েছে এবার উৎসবে ফিরুন। সিবিআই তদন্ত শেষ করুক দ্রুত।”
পুজো আসছে, তার আগে গ্রামাঞ্চলের সড়ক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সরকারি পরিকাঠামো ও পরিষেবা আরও ভাল করে পৌঁছে দেওয়ার বার্তা দিলেন মমতা। নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের সব দফতরের মন্ত্রী ও সচিবদের নিয়ে বৈঠকে বসেছেন। পূর্ত দফতরকে দ্রুত রাস্তা মেরামতের বার্তা দিয়েছেন তিনি।
মমতা বলেন,”আমরা অ্যাডমিনিস্ট্রেশন মিটিং করি বছরে দু’তিনটে ধরে। কিন্তু ইলেকশন এর জন্য অনেক ডেভলপমেন্ট কাজ হয়না। বাংলা নদীমাতৃকা দেশ। অনেক সময় সাইক্লোন হয়। গঙ্গায় ভাঙন আসে, মালদায় একটা ব্রিজ ভেঙে গিয়েছে।” পুজোয় বৃষ্টি হতে পারে—এটা মাথায় রাখতে হবে, জানান মমতা।
advertisement
advertisement
মমতার পাখির চোখ এখন পুজো। ডিএম, এসপিদের নির্দেশ দিলেন, “এলাকাগুলো পরিদর্শন করুন। আইসিডিএস সেন্টারগুলো ঘুরে দেখুন। কোনও রকম সমস্যা থাকলে স্থানীয় স্তরে সমস্যার সমাধান করে দেবেন।” যেখানে রাস্তা ভাঙা আছে, পুজোর আগে সব সারিয়ে দিতে হবে নির্দেশ মমতার ।
advertisement
মমতা জানান, পুজোর টাকা ফান্ডিং, আরও কিছু অনুরোধ এসেছে। প্রায় ৪৫০ কোটি টাকা খরচ হবে বলে জানান তিনি। আগামীকাল থেকেই এই টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, “কেউ যদি না নিতে চায় তাদের সামর্থ আছে। তাহলে লিস্ট-এ যারা আছেন তাদের থেকে দিতে হবে। কে কী পুজো করছে সেটা দেখতে হবে।”
advertisement
মমতা আরও বলেন, “phe কে বলব পাইপগুলো লাগাতে গিয়ে যে রাস্তা গুলো খারাপ করেছেন সেইগুলো আগে ঠিক করুন। Pwd কে বলব, যতক্ষণ না রাস্তাগুলো ঠিক করবেন ততক্ষণ টাকা দেওয়া বন্ধ করে দেব। Land aquition করব না। আপনাকে রাস্তাটা ভাল করতে হবে। গ্রামীণ রাস্তা দিয়ে বড়ো ট্রাক যাবে না। পুলিশ অনেকে সময় ছেড়ে দেয়। আমি ডিজিকে বলছি, এই গল্প যদি হয়, তাহলে তাদের উপর দায় বর্তাবে।”
advertisement
মমতা এর পরেই স্পষ্ট করে দেন, “আমরা চাইনা কারও বিরুদ্ধে পদক্ষেপ করতে। আমি চাই সংযত ভাবে সমাধান করতে। এছাড়া মার্কেট প্রাইসটাও দেখতে হবে। পুজো এলেই বাড়িয়ে দেওয়া হয় এটা যেন না হয়।”
সিএইএসই-কে প্রাইস হাইকের উপর নজর রাখতে বলেন মমতা। তিনি স্পষ্ট করে দেন, অফিসারদের পুজোর আগে ছুটি নেওয়া যাবে না। সাফ বলেন মুখ্যমন্ত্রী,” অফিসারদের বলব পুজোর আগে কেউ ছুটি নেবেন না। মাথা ঠান্ডা করে আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হবে।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'এক মাস হয়ে গেল, এবার উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন', জনগণের কাছে আর্জি মমতার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement