বাইকে চেপে এল ওরা ৪ জন! চড় মেরে নামাল চালককে, গাড়ি আটকে বের করে নিল ৪ লক্ষ টাকার প্যাকেট!

Last Updated:

মহাপ্রভু সাইকেল নামের দোকানে মাল নামিয়ে দু’টি সাইকেল, সাইকেলের কিছু যন্ত্রাংশ ও সেলোটেপে মোড়া একটি প্যাকেট গাড়িতে তোলেন। দোকানের মালিকের অনুরোধে একজন ব্যক্তিকেও তিনি লিফট দেন। তবে খানিক পরেই ওই ব্যক্তি খাটাজানি এলাকায় নেমে যায়।

কলেজের রঙিন দিনগুলি যেন জীবনের সেরা সময় হয়ে ওঠে। বন্ধুমহলে নিজের প্রতিপত্তি জমানোর কথা ভাবেন অনেক কলেজ পড়ুয়াই। আসলে এই সময় কুল-ক্যাজুয়াল সাজার জন্য অনেকেই মোটরসাইকেল কেনার স্বপ্ন দেখেন। তবে সাধ থাকলেও সাধ্য না-ও থাকতে পারে কলেজে পড়াকালীন। তাই আজকের প্রতিবেদনে বেশ কিছু সাশ্রয়ী মোটরসাইকেলের হদিশ দেব, যা দামের দিক থেকেও সস্তা আর পকেটেও চাপ ফেলবে না।
কলেজের রঙিন দিনগুলি যেন জীবনের সেরা সময় হয়ে ওঠে। বন্ধুমহলে নিজের প্রতিপত্তি জমানোর কথা ভাবেন অনেক কলেজ পড়ুয়াই। আসলে এই সময় কুল-ক্যাজুয়াল সাজার জন্য অনেকেই মোটরসাইকেল কেনার স্বপ্ন দেখেন। তবে সাধ থাকলেও সাধ্য না-ও থাকতে পারে কলেজে পড়াকালীন। তাই আজকের প্রতিবেদনে বেশ কিছু সাশ্রয়ী মোটরসাইকেলের হদিশ দেব, যা দামের দিক থেকেও সস্তা আর পকেটেও চাপ ফেলবে না।
আলিপুরদুয়ার ২ ব্লকের শামুকতলা রোডের ভেলুরডাবরি এলাকায় মঙ্গলবার সকালে ঘটে গেল দুঃসাহসিক ছিনতাই। চার দুষ্কৃতী মোটরবাইকে এসে একটি গাড়ি আটকে গাড়ি থেকে চার লক্ষ টাকা ভর্তি প্যাকেট ছিনিয়ে নেয়। সঙ্গে চালকের মানিব্যাগ, মোবাইল ও বিভিন্ন নথিও খোয়া যায়।
ছিনতাইয়ের শিকার কোচবিহারের বাসিন্দা রবিন মাহান্ত। তিনি নিজেই টাটা এ সি মালবাহী গাড়ির মালিক ও চালক। অভিযোগ, সেদিন সকালে তিনি কোচবিহার থেকে মাল বোঝাই করে শামুকতলা বাজারে পৌঁছন। সেখানকার মহাপ্রভু সাইকেল নামের দোকানে মাল নামিয়ে দু’টি সাইকেল, সাইকেলের কিছু যন্ত্রাংশ ও সেলোটেপে মোড়া একটি প্যাকেট গাড়িতে তোলেন। দোকানের মালিকের অনুরোধে একজন ব্যক্তিকেও তিনি লিফট দেন। তবে খানিক পরেই ওই ব্যক্তি খাটাজানি এলাকায় নেমে যায়।
advertisement
এরপর সকাল সাড়ে ১০টা নাগাদ ভেলুরডাবরিতে পৌঁছলে, দুটি বাইকে চেপে চার যুবক তার গাড়ি আটকায়। এক জন পালসার, অন্য জন অ্যাপাচি। তারা প্রথমে ভাড়া যাবে কিনা জানতে চাইলে রবিন বাবু অস্বীকার করেন। অভিযোগ, সঙ্গে সঙ্গেই দুষ্কৃতীরা তাঁকে চড় মেরে গাড়ি থেকে টেনে নামায়, ধস্তাধস্তি করে তাঁর চশমা কেড়ে নেয় ও মেরে ফেলার হুমকি দেয়। তারপর তার পকেট থেকে ২২০০ টাকা, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল এবং গাড়ির আসনে রাখা সেলোটেপে মোড়ানো প্যাকেট ছিনিয়ে নিয়ে যায়।
advertisement
advertisement
পরে থানায় গিয়ে রবিন বাবু জানতে পারেন, প্যাকেটের ভেতর ছিল ৪ লক্ষ টাকা। ঘটনায় আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। জেলা পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাইকে চেপে এল ওরা ৪ জন! চড় মেরে নামাল চালককে, গাড়ি আটকে বের করে নিল ৪ লক্ষ টাকার প্যাকেট!
Next Article
advertisement
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...একান্ত সাক্ষাৎকারে কী বললেন নির্মলা?
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...সাক্ষাৎকারে বললেন অর্থমন্ত্রী
  • আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

VIEW MORE
advertisement
advertisement