বাইকে চেপে এল ওরা ৪ জন! চড় মেরে নামাল চালককে, গাড়ি আটকে বের করে নিল ৪ লক্ষ টাকার প্যাকেট!
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:RAJKUMAR KARMAKAR
Last Updated:
মহাপ্রভু সাইকেল নামের দোকানে মাল নামিয়ে দু’টি সাইকেল, সাইকেলের কিছু যন্ত্রাংশ ও সেলোটেপে মোড়া একটি প্যাকেট গাড়িতে তোলেন। দোকানের মালিকের অনুরোধে একজন ব্যক্তিকেও তিনি লিফট দেন। তবে খানিক পরেই ওই ব্যক্তি খাটাজানি এলাকায় নেমে যায়।
আলিপুরদুয়ার ২ ব্লকের শামুকতলা রোডের ভেলুরডাবরি এলাকায় মঙ্গলবার সকালে ঘটে গেল দুঃসাহসিক ছিনতাই। চার দুষ্কৃতী মোটরবাইকে এসে একটি গাড়ি আটকে গাড়ি থেকে চার লক্ষ টাকা ভর্তি প্যাকেট ছিনিয়ে নেয়। সঙ্গে চালকের মানিব্যাগ, মোবাইল ও বিভিন্ন নথিও খোয়া যায়।
ছিনতাইয়ের শিকার কোচবিহারের বাসিন্দা রবিন মাহান্ত। তিনি নিজেই টাটা এ সি মালবাহী গাড়ির মালিক ও চালক। অভিযোগ, সেদিন সকালে তিনি কোচবিহার থেকে মাল বোঝাই করে শামুকতলা বাজারে পৌঁছন। সেখানকার মহাপ্রভু সাইকেল নামের দোকানে মাল নামিয়ে দু’টি সাইকেল, সাইকেলের কিছু যন্ত্রাংশ ও সেলোটেপে মোড়া একটি প্যাকেট গাড়িতে তোলেন। দোকানের মালিকের অনুরোধে একজন ব্যক্তিকেও তিনি লিফট দেন। তবে খানিক পরেই ওই ব্যক্তি খাটাজানি এলাকায় নেমে যায়।
advertisement
এরপর সকাল সাড়ে ১০টা নাগাদ ভেলুরডাবরিতে পৌঁছলে, দুটি বাইকে চেপে চার যুবক তার গাড়ি আটকায়। এক জন পালসার, অন্য জন অ্যাপাচি। তারা প্রথমে ভাড়া যাবে কিনা জানতে চাইলে রবিন বাবু অস্বীকার করেন। অভিযোগ, সঙ্গে সঙ্গেই দুষ্কৃতীরা তাঁকে চড় মেরে গাড়ি থেকে টেনে নামায়, ধস্তাধস্তি করে তাঁর চশমা কেড়ে নেয় ও মেরে ফেলার হুমকি দেয়। তারপর তার পকেট থেকে ২২০০ টাকা, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল এবং গাড়ির আসনে রাখা সেলোটেপে মোড়ানো প্যাকেট ছিনিয়ে নিয়ে যায়।
advertisement
advertisement
পরে থানায় গিয়ে রবিন বাবু জানতে পারেন, প্যাকেটের ভেতর ছিল ৪ লক্ষ টাকা। ঘটনায় আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। জেলা পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 2:07 PM IST