ধুন্ধুমার শীতের ব্যাটিং, সকাল থেকেই হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গে
- Published by:Satabdi Adhikary
Last Updated:
জাকিয়ে শীত ডুয়ার্সেও। এদিন ডুয়ার্সের তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় জবুথবু অবস্থা ধূপগুড়ি-সহ ডুয়ার্সবাসীর। ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক। কুয়াশার দোসর ছিল কনকনে হাওয়া। কুয়াশার ঘনত্ব সবচেয়ে বেশি ছিল ভুটান পাহাড় লাগোয়া এলাকায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে কুয়াশার ঘনঘটা।
#কলকাতা: ডুয়ার্স থেকে জলপাইগুড়ি হয়ে ধূপগুড়ি। কনকনে শীতে কাবু গোটা উত্তরবঙ্গ। সোমবার ঘন কুয়াশা মোড়া সকালে ঘুম ভাঙলেও বেলা বাড়ার সঙ্গে রোদে ঝলমলিয়ে ওঠে আকাশ।
এ দিন সকাল থেকেই শীতে জবুথবু জলপাইগুড়ি। এই কদিনের মধ্যে মরসুমের শীতলতম দিনের সাক্ষী থাকল এখানকার মানুষ। তাপমাত্রা এক ধাক্কায় নেমে দাঁড়াল ৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
গত তিন দিন ধরে তাপমাত্রা নিম্নমুখী ছিল। রবিবার তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি। আজ, তা অনেকটাই কমে ৬.৪ ডিগ্রিতে এসে থেমেছে। ধুন্ধুমার শীতের এই ব্যাটিং-এ সকাল থেকেই হাড়কাঁপানো ঠান্ডা। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরের হাওয়ায় হাড়কাপুনি দেওয়া ঠান্ডা অনুভব করেছেন জলপাইগুড়ির মানুষ।
advertisement
advertisement
জাকিয়ে শীত ডুয়ার্সেও। এদিন ডুয়ার্সের তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় জবুথবু অবস্থা ধূপগুড়ি-সহ ডুয়ার্সবাসীর। ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক। কুয়াশার দোসর ছিল কনকনে হাওয়া। কুয়াশার ঘনত্ব সবচেয়ে বেশি ছিল ভুটান পাহাড় লাগোয়া এলাকায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে কুয়াশার ঘনঘটা।
advertisement
এদিন অবশ্য ঝলমলে আবহাওয়া ছিল নকশালবাড়িতে। সকাল থেকেই আকাশে মুখ দেখিয়েছে সূর্য! কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও অব্যাহত ছিল কনকনে ঠান্ডার দাপট। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেও দাপিয়ে চলছে শীতের ইনিংস। সকালে পারদ ১২ ডিগ্রির আশপাশে ঘোরোঘুরি করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
January 09, 2023 11:27 AM IST