Suvendu Adhikari: 'রেগুলার' মুখ্যমন্ত্রী নন..., অভিষেক না, শুভেন্দুর নিশানায় এবার মমতা! বর্ধমানের 'সেই' সভা থেকে যা বললেন...
- Reported by:Saradindu Ghosh
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Suvendu Adhikari: তুঙ্গে জল্পনা। রাজনৈতিক আলোচনা। চার-চারবার মাঠ বদলানো। অবশেষে হল সেই বহু বিতর্কিত সভা। আর সেই সভা থেকেই তৃণমূল সুপ্রিমোকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী।
এদিনের মঞ্চে শুভেন্দু দলীয় নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন, "বালির টাকা তোলে পুলিশ। আই সি। নিচের তলার পুলিশ খারাপ নয়। রেলের কাছে এন ও সি নিয়ে সভা করতে পারলাম। পোস্টার, ব্যানার সবেতে কালিগ্রাম লেখা আছে। মা অন্নপূর্ণার মাটিতে পৌষ সংক্রান্তিতে বর্ধমানে সভা। শপথ নিন। চোর ধরো জেল ভরো। এই জেলাকে সব থেকে অত্যাচার সহ্য করতে হচ্ছে। শহরেও বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করা হচ্ছে। মিথ্যা মামলা, শারীরিক আক্রমণ হয়েছে। বাড়ি ছাড়া করা হয়েছে। জেলার নেতৃত্বকে প্রশংসা জানাই। পুরনো কর্মীরাও সম্পদ।"
advertisement
advertisement
তিনি আরও বলেন, "অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই সভা। পঞ্চায়েত ভোটের দাবিতে সভা করা হচ্ছে। এই সরকারের দেড় বছরের অবস্থা দেখছে মানুষ। সর্বত্র দুর্নীতি। পুলিশকে ব্যবহার করে গণতন্ত্রকে ধূলিস্যাৎ করা হচ্ছে। দল নয় কোম্পানি। ইলেক্টরাল বন্ড সংগ্রহ করেছে ২১ সালে ৪২কোটি, ২২ সালে ৫২৮ কোটি, ১২শ গুণ বেড়েছে। কে দিল টাকা? ৫২৮ কোটি টাকা কে কে দিল? নাম প্রকাশ করতে হবে, না দিলে বের করার দায়িত্ব আমাদের বিরোধী দলনেতা হিসাবে।"
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিরোধী দলনেতা তুমুল আক্রমণ শানান এদিন। শুভেন্দু বলেন, "মেদিনীপুরের লোক মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছে। উনি রেগুলার মুখ্যমন্ত্রী নন। কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। দেড় বছরে ৫৮ হাজার চাকরি বিক্রি করা হয়েছে। ক্যারেক্টার লেস তৃণমূলকে ভোট দেবেন না পঞ্চায়েতে। চাকরি যাওয়ার সংখ্যা ৩০-৪০ হাজারে চলে যাবে কিছুদিনের মধ্যে।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jan 08, 2023 8:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: 'রেগুলার' মুখ্যমন্ত্রী নন..., অভিষেক না, শুভেন্দুর নিশানায় এবার মমতা! বর্ধমানের 'সেই' সভা থেকে যা বললেন...










