DA Case Update: সরকারি কর্মচারীদের DA নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহেই? যা ইঙ্গিত সুপ্রিম কোর্টের! জানুন দিনক্ষণ ও বিস্তারিত

Last Updated:

শীর্ষ আদালত সূত্রে খবর, আগামী সোমবার মামলাটি শুনানির জন্য ওঠার কথা। যদিও এই মামলায় এখনও নতুন বেঞ্চ গঠন করা হয়নি। তবে এই সপ্তাহেই তা গঠন হয়ে যাওয়ার কথা। ফলে আগামী সপ্তাহেই শুরুতেই রাজ্যের করা মামলা শুনতে পারে সুপ্রিম কোর্ট।

ডিএ (মহার্ঘ ভাতা) মামলার শুনানি
ডিএ (মহার্ঘ ভাতা) মামলার শুনানি
#কলকাতা: রাজ্যের ডিএ (মহার্ঘ ভাতা) মামলার শুনানির দিন ক্ষণ ঠিক হল সুপ্রিম কোর্টে। আগামী সপ্তাহে(১৬ জানুয়ারি) শুনানির দিন ধার্য করা হয়েছে। শীর্ষ আদালত সূত্রে খবর, আগামী সোমবার মামলাটি শুনানির জন্য ওঠার কথা। যদিও এই মামলায় এখনও নতুন বেঞ্চ গঠন করা হয়নি। তবে এই সপ্তাহেই তা গঠন হয়ে যাওয়ার কথা। ফলে আগামী সপ্তাহেই শুরুতেই রাজ্যের করা মামলা শুনতে পারে সুপ্রিম কোর্ট।
ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। গত বছর ৫ ডিসেম্বর মামলাটি প্রথম শুনানির জন্য ওঠে। পরে তা পিছিয়ে ১৪ ডিসেম্বর করা হয়। পাশাপাশি, এই মামলা শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হয়। সেখানে ছিলেন দুই বাঙালি বিচারপতি- বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্ত। কিন্তু ওই দিন মামলাটি থেকে বিচারপতি দত্ত সরে দাঁড়ানোয় শুনানি হয়নি।
advertisement
advertisement
জানুয়ারিতে আবার শুনানি হওয়ার কথা ছিল। সেই মতো ১৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে। অন্য দিকে, আগের ডিভিশন বেঞ্চ থেকে বিচারপতি দত্ত সরে যাওয়ায় নতুন কোনও বেঞ্চে এই মামলা পাঠানো হবে।
advertisement
গত বছর মে মাসে কলকাতা হাই কোর্ট রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তাদের যুক্তি, হাই কোর্ট মেনে নিলে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা খরচ হবে। রাজ্যের পক্ষে যা বহন করা দুঃসাধ্য। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের (কনফেডারেশন) আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "বকেয়া ডিএ দিতে হলে রাজ্যের উপর বিশাল অঙ্কের আর্থিক বোঝা চাপবে এটা ঠিক। আবার এটাও ঠিক যে ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য অধিকার। তা থেকে তাঁরা বঞ্চিত হবেন কেন?"
advertisement
অর্ণব হাজরা
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
DA Case Update: সরকারি কর্মচারীদের DA নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহেই? যা ইঙ্গিত সুপ্রিম কোর্টের! জানুন দিনক্ষণ ও বিস্তারিত
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement