South Dinajpur News : দক্ষিণ দিনাজপুর বিশ্ব বিদ্যালয়ে বিক্ষোভ, ছাত্র ছাত্রীদের চরম ভোগান্তি! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

South Dinajpur News: দু'বছর আগে দক্ষিণ দিনাজপুর জেলায় অস্থায়ী ভাবে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় চালু হলেও চার মাস যাবত উপাচার্য না থাকায় এখন প্রায় পঠন পাঠন পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। আর এই কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তৃতীয় সেমিস্টার এর পড়ুয়াদের। the students of the south dinajpur university started protesting.

+
অবস্থান

অবস্থান বিক্ষোভ 

দক্ষিণ দিনাজপুর : সঠিক সময়ে ক্লাস সহ স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা । উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বিগত কয়েক মাস যাবত না থাকার ফলে ব্যাপক সমস্যায় পড়েছে পড়ুয়ারা। দু’বছর আগে অস্থায়ী ভাবে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় চালু হলেও চার মাস যাবত উপাচার্য না থাকায় এখন প্রায় পঠন পাঠন পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। আর এই কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তৃতীয় সেমিস্টার এর পড়ুয়াদের। তাদের দাবি, সময় মত পরীক্ষা দিয়েও তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ফলাফল এখনও তারা জানতে পারছেননা।
শুধু তাই নয়, আগামী কয়েক মাসের মধ্যে চতুর্থ সেমিস্টার শুরু হতে চলেছে। এছাড়া পঠন-পাঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় অধ্যাপক নেই এই ইউনিভার্সিটিতে। এই সমস্ত সমস্যার কারণে তাদের এই বিক্ষোভ। তাদের দাবি উপাচার্য না থাকায় অচল অবস্থায় চলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। উপাচার্য না থাকায় এখন প্রায় পঠন পাঠন পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। আর এই কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তৃতীয় সেমিস্টার এর পড়ুয়াদের। ছাত্র ছাত্রীদের অভিযোগ, সময় মত তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েও এখনও পর্যন্ত তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ফলাফল প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু তাই নয় আগামী কয়েক মাসের মধ্যে চতুর্থ সেমিস্টারের পরিক্ষা শুরু হতে চলছে।
advertisement
advertisement
অন্য সমস্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নোটিশ জারি করা হলেও দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রদের এখনও বিশবাও জলে রেখেছে। যদিও এই সমস্ত বিষয়টি বালুরঘাট কলেজের প্রিন্সিপাল তথা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার পঙ্কজ কুন্ডু জানান, বেশ কয়েক মাস ধরে এই সমস্যা চলছে৷ তিনি বলেন, বিষয়টি নিয়ে রাজ্যপালের দফতরে কথা হয়েছে এবং রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের মন্ত্রীর কাছেও জানানো হয়েছে খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান হবে বলে তিনি জানান।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News : দক্ষিণ দিনাজপুর বিশ্ব বিদ্যালয়ে বিক্ষোভ, ছাত্র ছাত্রীদের চরম ভোগান্তি! কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement