South Dinajpur News: জমিতে সেচ দিতে গিয়ে ভারতীয় যুবকদের অপহরণের অভিযোগ! চাঞ্চল্য সীমান্তে

Last Updated:

কাঁটাতারের ওপারে ভারতীয় সীমান্তের জমিতে জল সেচ দিতে গিয়েছিলেন। এরপরেই ঘটল বিপত্তি। ভারতীয় দুই যুবককে তুলে নিয়ে গেল বেশ কিছু বাংলাদেশীরা। ‌উঠছে অভিযোগ।

সীমান্তে প্রহরা
সীমান্তে প্রহরা
দক্ষিণ দিনাজপুর: কাঁটাতারের ওপারে ভারতীয় সীমান্তের জমিতে জল সেচ দিতে গিয়েছিলেন। এরপরেই ঘটল বিপত্তি। ভারতীয় দুই যুবককে তুলে নিয়ে গেল বেশ কিছু বাংলাদেশীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের অনন্তপুর গ্রামে। অবিলম্বে অপহৃত দুই যুবককে উদ্ধার করার দাবি তুলেছেন তাদের পরিবার ও গ্রামবাসীরা। জানা গিয়েছে, বাংলাদেশীদের কাছে অপহৃত হওয়া যুবকেরা হলেন ফিলিপ সোরেন (৩৪) ও অবিনাশ টুডু (২৩)। তাঁদের বাড়ি গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে জিরো পয়েন্টে রয়েছে অনন্তপুর গ্রামের বাসিন্দাদের জমি। প্রতিদিনের মত এদিনও কাঁটাতারের ওপারে ভারতীয় সীমান্তে জমিতে জল সেচ দিতে গিয়েছিলেন অনন্তপুর গ্রামের দুই যুবক ফিলিপ ও অবিনাশ। জমিতে জল দেবার পর ভারতীয় সীমান্তে গাছ তলায় শুয়ে ছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় কিছু বাংলাদেশী তাদের মুখ বেঁধে তুলে নিয়ে যায়। বিষয়টি জানা জানি হতেই রীতিমত চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী এলাকায়। এরপরেই দুই যুবককে উদ্ধার করতে শুরু হয়েছে দুই দেশের ফ্ল্যাগ মিটিং।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, বাংলাদেশী দুই যুবক এনামুল হক ও মাসুদ রানা ভারতীয় সীমান্তে আসলে তাদের আটক করে বিএসএফ। সেই রাগেই দুই ভারতীয় দুই যুবককে তুলে নিয়ে যায় বাংলাদেশীরা। এই ঘটনার পরেই দুই দেশের ফ্ল্যাগ মিটিং শেষে দুই ভারতীয় যুবককে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয় এবং দুই বাংলাদেশীকে ছেড়ে দেওয়া হয়।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: জমিতে সেচ দিতে গিয়ে ভারতীয় যুবকদের অপহরণের অভিযোগ! চাঞ্চল্য সীমান্তে
Next Article
advertisement
West Bengal Weather Update: তাপমাত্রা সামান্য বাড়ল রাজ্যে, কুয়াশার সতর্কতা সর্বত্র, জাঁকিয়ে শীত কবে?
তাপমাত্রা সামান্য বাড়ল রাজ্যে, কুয়াশার সতর্কতা সর্বত্র, জাঁকিয়ে শীত কবে?
  • তাপমাত্রা সামান্য বাড়ল রাজ্যে

  • কুয়াশার সতর্কতা সর্বত্র

  • জাঁকিয়ে শীত কবে?

VIEW MORE
advertisement
advertisement