Alipurduar News: দুর্ঘটনায় হার মানেননি, এক পা দিয়েই যা করছেন এই যুবক, জানলে চমকে উঠবেন...
- Reported by:Annanya Dey
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Alipurduar News: একটি পা নেই এক পা দিয়েই সাইকেল চালিয়ে এলাকাবাসীদের তাক লাগিয়ে দেন সুভাষ খড়িয়া। তার মতে কোন একটি দুর্ঘটনা জীবনকে থামিয়ে রাখতে পারে না। জীবন মানেই চলতে থাকা ঠিক সাইকেলের মত। প্রতিবন্ধকতা সত্ত্বেও স্বাভাবিক জীবনযাপন করেন সুভাষ।
আলিপুরদুয়ার: একটি পা নেই এক পা দিয়েই সাইকেল চালিয়ে এলাকাবাসীদের তাক লাগিয়ে দেন সুভাষ খড়িয়া। তার মতে কোনও একটি দুর্ঘটনা জীবনকে থামিয়ে রাখতে পারে না। জীবন মানেই চলতে থাকা ঠিক সাইকেলের মত। প্রতিবন্ধকতা সত্ত্বেও স্বাভাবিক জীবনযাপন করেন সুভাষ।
২০২১ সালে বাড়ির চরম আর্থিক সঙ্কট ও অসুস্থ বাবার চিকিৎসার জন্য ভিন রাজ্যে কাজের সন্ধানে পাড়ি দেন ডিমডিমা চা বাগানের শান্তিপাড়া এলাকার যুবক সুভাষ খড়িয়া। বাবা বারনাও খড়িয়া ও মা মেরি খড়িয়া দু’জনেই চা বাগানের শ্রমিক। কিন্তু চা বাগানের অনিয়মিত মজুরি ও অনিশ্চিত ভবিষ্যতের কারণে বাকি সব পরিবারের মত এই পরিবারটি চরম অভাবের মধ্যে পড়ে। সেই পরিস্থিতি সামাল দিতেই ভিন রাজ্যে জীবিকার খোঁজে পাড়ি দেন সুভাষ।
advertisement
advertisement
জীবনের লড়াইয়ে আরও বড় ধাক্কা খেতে হয় তাকে। এক সড়ক দুর্ঘটনায় তিনি একটি পা হারান। সে সময় তাকে কাজে রাখতে কেউ চায়নি। বাধ্য হয়ে ফিরে আসেন নিজের গ্রামে। সেই থেকে নিজে স্বাভাবিক জীবন যাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি।এখন একটি পা ছাড়া সাইকেল চালিয়ে তাক লাগিয়ে দেন তিনি। এক পা দিয়ে স্বাভাবিকভাবে তাকে সাইকেল চালাতে দেখে অবাক দৃষ্টিতে চেয়ে থাকেন এলাকাবাসীরা। এই সাইকেল চালিয়েই তিনি নিত্যদিনের কাজ করছেন।
advertisement
আরও পড়ুন-সব শেষ! বাবার পর এবার মা…, মায়ের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন বনি-অনিলরা, আবেগঘন পোস্ট ভাইরাল
সুভাষ খড়িয়া জানিয়েছেন, ‘আমি একটা স্বাভাবিক জীবন চাই। কেউ কাজে নিলে আমাকে এই পরিস্থিতি দেখেই রাখবে। প্রতিবন্ধকতাকে জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
সুভাষের পরিবারের সদস্যরা চাইছেন একটি আর্টিফিশিয়াল পা। এই কৃত্রিম পা থাকলে তিনি আবার কাজ করতে পারবেন, সংসারের হাল ধরতে পারবেন।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2025 8:33 PM IST









