ঘুম ভাঙলেই আতঙ্ক! কালো এই বুনো জন্তু তছনচ করছে এলাকা...ভয়ঙ্কর এক একটা দিন!

Last Updated:

বুনো শুয়োরের তাণ্ডবে নষ্ট হচ্ছে জমির ফসল, আহত হচ্ছেন গ্রামের মানুষ। সকাল থেকে দাপিয়ে বেড়ায় বুনো শুয়োর, কী অবস্থা এলাকায়, দেখুন!

+
ঘুম

ঘুম ভাঙলেই আতঙ্ক! কালো এই বুনো জন্তু তছনচ করছে এলাকা...ভয়ঙ্কর এক একটা দিন!

আলিপুরদুয়ার: বুনো শুয়োরের তাণ্ডবে নষ্ট হচ্ছে জমির ফসল। আহত হচ্ছেন গ্রামের মানুষ। সকাল থেকে দাপিয়ে বেড়ায় বুনো শুয়োর, তাতেই সব তছনচ! উত্তর ও দক্ষিণ পানিয়ালগুড়ি এলাকায় বর্তমানে ত্রাস হয়ে উঠেছে এই বন্য পশু।
জানা যায়, ওই এলাকার বাসিন্দাদের কাছ থেকে সকাল হলেই চলে আসে বুনো শুয়োর। সকালে ঘুম থেকে উঠেই উত্তর পানিয়ালগুলি এলাকায় দেখা যায় একটি বুনো শুয়োর এলাকায় এদিক থেকে ওদিকে দৌড়চ্ছে। এর ফলে আহত হয়েছেন গ্রামের বিক্রম, ঈশ্বরীরা।
আরও পড়ুন- সস্তার এই ‘পাতা’র হাজার গুণ! মোমের মতো চর্বি গলে, পালায় ক্যানসার! দূরে থাকে ‘স্ট্রেস’
প্রাথমিকভাবে তাঁদের চিকিৎসা করানোর জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। বুনো শুকোর ধরতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বিভিন্ন রেঞ্জের বন কর্মীরা ওই এলাকায় এসে পৌঁছেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘এই নাও ১০ লাখ টাকা, আমি আমার ‘ভালবাসা’র কাছে চললাম!’ বিয়ের মণ্ডপে এসে যা করলেন বর…ভাবতেও পারছেন না!
প্রাথমিকভাবে জাল দিয়ে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। পরবর্তী সময়ে বুনো শুকর স্থান পরিবর্তন করে দক্ষিণ পানিয়ালগুড়ি এলাকায় চলে যায়। বুনো শুকরের উৎপাত দেখে চিন্তিত গ্রামবাসীরা।
অনন্যা দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ঘুম ভাঙলেই আতঙ্ক! কালো এই বুনো জন্তু তছনচ করছে এলাকা...ভয়ঙ্কর এক একটা দিন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement