'এই নাও ১০ লাখ টাকা, আমি আমার 'ভালবাসা'র কাছে চললাম!' বিয়ের মণ্ডপে এসে যা করলেন বর...ভাবতেও পারছেন না!

Last Updated:
Wedding:বর যা বললেন তা কেউ কল্পনাও করেননি। সাত পাক ঘোরার আগেই পাত্র জানালেন, এই বিয়ে হলে তাঁর বান্ধবী মারা যাবেন। এ কারণে বিয়েটা তিনি করতে পারবেন না।
1/9
ফিল্মি বিয়ে! বর বিয়ে করতে এসে মণ্ডপে বললেন- "তোমার ১০ লাখ টাকা নাও, আমাকে যেতে দাও, আমার ভালোবাসা আমায় ডাকছে। অপেক্ষা করে আছে।" শুনে হুলুস্থুল কাণ্ড! সবাই তাজ্জব। তার পরেই শুরু অশান্তি। যা হল, ভাবতেই পারছেন না।
ফিল্মি বিয়ে! বর বিয়ে করতে এসে মণ্ডপে বললেন- "তোমার ১০ লাখ টাকা নাও, আমাকে যেতে দাও, আমার ভালোবাসা আমায় ডাকছে। অপেক্ষা করে আছে।" শুনে হুলুস্থুল কাণ্ড! সবাই তাজ্জব। তার পরেই শুরু অশান্তি। যা হল, ভাবতেই পারছেন না।
advertisement
2/9
উত্তরপ্রদেশের হারদোইতে সেদিন আর ৭ পাক ঘোরা হল না স্বামী-স্ত্রীর। বর যা বললেন তা কেউ কল্পনাও করেননি। সাত পাক ঘোরার আগেই পাত্র জানালেন, এই বিয়ে হলে তাঁর বান্ধবী আত্মহত্যা করবেন। এ কারণে বিয়েটা তিনি করতে পারবেন না। একথা শুনে হাতে মেহেন্দি নিয়ে বসে থাকা কনে স্তম্ভিত হয়ে যান। কী হল তার পর?
উত্তরপ্রদেশের হারদোইতে সেদিন আর ৭ পাক ঘোরা হল না স্বামী-স্ত্রীর। বর যা বললেন তা কেউ কল্পনাও করেননি। সাত পাক ঘোরার আগেই পাত্র জানালেন, এই বিয়ে হলে তাঁর বান্ধবী আত্মহত্যা করবেন। এ কারণে বিয়েটা তিনি করতে পারবেন না। একথা শুনে হাতে মেহেন্দি নিয়ে বসে থাকা কনে স্তম্ভিত হয়ে যান। কী হল তার পর?
advertisement
3/9
এরপর বিয়ের খরচ মিটিয়ে বরযাত্রী নিয়ে ফিরে আসেন বর। মাধোগঞ্জ শহরের গেস্ট হাউসে চলছিল সেই বিয়ের অনুষ্ঠান। বর যখন মণ্ডপে এলেন তখনই তাঁর বান্ধবীর কথা মনে পড়ল। বান্ধবী বরকে বলেছিলেন, অন্য কাউকে বিয়ে করলে তিনি আত্মহত্যা করবেন। বর বিয়ে করতে অস্বীকার করলেন তাই। দ্বারচর ও জায়মালা অনুষ্ঠানের পর এ খবর ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এরপর বিয়ের খরচ মিটিয়ে বরযাত্রী নিয়ে ফিরে আসেন বর। মাধোগঞ্জ শহরের গেস্ট হাউসে চলছিল সেই বিয়ের অনুষ্ঠান। বর যখন মণ্ডপে এলেন তখনই তাঁর বান্ধবীর কথা মনে পড়ল। বান্ধবী বরকে বলেছিলেন, অন্য কাউকে বিয়ে করলে তিনি আত্মহত্যা করবেন। বর বিয়ে করতে অস্বীকার করলেন তাই। দ্বারচর ও জায়মালা অনুষ্ঠানের পর এ খবর ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
advertisement
4/9
বর ও কনের পক্ষ থেকে কিছু আচার-অনুষ্ঠানও করা হয়েছিল। দ্বারচর থেকে জয়মালার অনুষ্ঠানে বরও কনের হাত ধরেন। প্রবীণরাও বর ও কনেকে শুভ গানের মাধ্যমে আশীর্বাদ করেন। মেয়ে পক্ষের লোকজনও পূর্ব নির্ধারিত যৌতুক দান করেন। বরাতিরাও ডিজে ও মিউজিকের তালে নেচেছেন। খাওয়া শেষ করে কেউ কেউ ফিরতেও শুরু করেছিলেন। এমন সময় শোরগোল!
বর ও কনের পক্ষ থেকে কিছু আচার-অনুষ্ঠানও করা হয়েছিল। দ্বারচর থেকে জয়মালার অনুষ্ঠানে বরও কনের হাত ধরেন। প্রবীণরাও বর ও কনেকে শুভ গানের মাধ্যমে আশীর্বাদ করেন। মেয়ে পক্ষের লোকজনও পূর্ব নির্ধারিত যৌতুক দান করেন। বরাতিরাও ডিজে ও মিউজিকের তালে নেচেছেন। খাওয়া শেষ করে কেউ কেউ ফিরতেও শুরু করেছিলেন। এমন সময় শোরগোল!
advertisement
5/9
পণ্ডিত ও কনে পক্ষের লোকজন বিয়ের মণ্ডপে ভাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসেছিলেন। এদিকে এক ঘরে বরের কানে ফিসফিস করে বরের কয়েকজন বন্ধু। এর পরেই পরিবেশ পাল্টে যায়। বান্ধবীর ফোন কলের পর, বর হঠাৎ বিয়ে করতে অস্বীকার করে। এতে কনে ও তার পরিবার হতবাক হয়ে যান।
পণ্ডিত ও কনে পক্ষের লোকজন বিয়ের মণ্ডপে ভাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসেছিলেন। এদিকে এক ঘরে বরের কানে ফিসফিস করে বরের কয়েকজন বন্ধু। এর পরেই পরিবেশ পাল্টে যায়। বান্ধবীর ফোন কলের পর, বর হঠাৎ বিয়ে করতে অস্বীকার করে। এতে কনে ও তার পরিবার হতবাক হয়ে যান।
advertisement
6/9
এদিকে মেয়ের পক্ষ থেকে বর, তার বাবা, শ্যালক, মামাকে গেস্ট হাউসের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং ১১২ নম্বরে ডায়াল করে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সেখানে উপস্থিত পুলিশকর্মীরাও বরকে বোঝানোর চেষ্টা করেন। লাভ হয় না।
এদিকে মেয়ের পক্ষ থেকে বর, তার বাবা, শ্যালক, মামাকে গেস্ট হাউসের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং ১১২ নম্বরে ডায়াল করে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সেখানে উপস্থিত পুলিশকর্মীরাও বরকে বোঝানোর চেষ্টা করেন। লাভ হয় না।
advertisement
7/9
বাঙ্গারমাউ কোতোয়ালি এলাকার দুল্লাপুর বাইপাস পাওয়ার হাউসের বাসিন্দা বর দীপেন্দ্র সিং বলেন, "বিয়ে করতে তাঁর কোনও আপত্তি নেই, তবে তার প্রাক্তন বান্ধবীর কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।" বন্ধুরা জানান, বান্ধবী তাঁকে ফোনে সতর্ক করেছিল যে এই পাত্রিকে বিয়ে করলে সে আত্মহত্যা করবে। এসএইচও কে কে যাদব জানিয়েছেন, বরের পক্ষের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। মেয়ের পক্ষ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
বাঙ্গারমাউ কোতোয়ালি এলাকার দুল্লাপুর বাইপাস পাওয়ার হাউসের বাসিন্দা বর দীপেন্দ্র সিং বলেন, "বিয়ে করতে তাঁর কোনও আপত্তি নেই, তবে তার প্রাক্তন বান্ধবীর কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।" বন্ধুরা জানান, বান্ধবী তাঁকে ফোনে সতর্ক করেছিল যে এই পাত্রিকে বিয়ে করলে সে আত্মহত্যা করবে। এসএইচও কে কে যাদব জানিয়েছেন, বরের পক্ষের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। মেয়ের পক্ষ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
8/9
ফোন পেয়ে বর জানান, বিয়ের খরচ তিনি বহন করবেন কিন্তু এ বিয়ে সম্ভব নয়। অন্যদিকে মেয়ের পক্ষের লোকজন বিয়ের মিছিলে খরচ বাবদ ১০ লাখ টাকা নেওয়ার জন্য জোর দেয়। এছাড়াও, তারা শর্ত দেয় যে মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে করার দায়িত্ব তাদের নিতে হবে। শর্ত পূরণ না হলে ব্যবস্থা নেওয়া হবে।
ফোন পেয়ে বর জানান, বিয়ের খরচ তিনি বহন করবেন কিন্তু এ বিয়ে সম্ভব নয়। অন্যদিকে মেয়ের পক্ষের লোকজন বিয়ের মিছিলে খরচ বাবদ ১০ লাখ টাকা নেওয়ার জন্য জোর দেয়। এছাড়াও, তারা শর্ত দেয় যে মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে করার দায়িত্ব তাদের নিতে হবে। শর্ত পূরণ না হলে ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
9/9
বিষয়টি বাড়তে থাকে এবং মেয়ে পক্ষ বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সন্ধ্যায় ছেলে পক্ষ থানায় নয় লাখ টাকা দিতে রাজি হয় এবং কনের জন্য আনা বাক্সে রাখা গয়না ও কাপড় ফিরিয়ে নেয়। তাঁরা চার লাখের দুটি চেক ও নগদ এক লাখ টাকা দেন। এ নিয়ে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে। মেয়ের পক্ষ চলে যাওয়ার পর পুলিশ বরকে ছেড়ে দেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে কে যাদব জানান, বর ও কনের পক্ষের লোকজন এ ব্যাপারে কোনও ব্যবস্থা নিতে অস্বীকার করেছেন।
বিষয়টি বাড়তে থাকে এবং মেয়ে পক্ষ বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সন্ধ্যায় ছেলে পক্ষ থানায় নয় লাখ টাকা দিতে রাজি হয় এবং কনের জন্য আনা বাক্সে রাখা গয়না ও কাপড় ফিরিয়ে নেয়। তাঁরা চার লাখের দুটি চেক ও নগদ এক লাখ টাকা দেন। এ নিয়ে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে। মেয়ের পক্ষ চলে যাওয়ার পর পুলিশ বরকে ছেড়ে দেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে কে যাদব জানান, বর ও কনের পক্ষের লোকজন এ ব্যাপারে কোনও ব্যবস্থা নিতে অস্বীকার করেছেন।
advertisement
advertisement
advertisement