Jalpaiguri News: ভারত-পাক তুমুল অশান্তির মাঝে রাজ্যে বড় পদক্ষেপ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী! জানলে আপনিও বাহবা জানাবেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
যুদ্ধ আবহে জলপাইগুড়িতে টাস্কফোর্স।
জলপাইগুড়ি: যুদ্ধ আবহে জলপাইগুড়িতে টাস্কফোর্স! স্পর্শকাতর পরিস্থিতিতে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে যুদ্ধকালীন তৎপরতায় বাজার দর্শন করছেন আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশেই জলপাইগুড়ির বাজারে টাস্কফোর্স। লক্ষ্য একটাই, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা। রাজ্যের বাজারে পণ্যের ঊর্ধ্বমুখী দামের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নির্দেশ দেন, যাতে সাধারণ মানুষের উপর অতিরিক্ত মূল্যবৃদ্ধির বোঝা না পড়ে।
সেই নির্দেশকে সামনে রেখে শুক্রবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে নামানো হয় বাজার মনিটরিং টাস্কফোর্স। সদর মহকুমা শাসক তমজিত চক্রবর্তীর নেতৃত্বে জেলা ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকেরা এদিন শহরের দিনবাজার সহ একাধিক বাজারে যান। বাজার ঘুরে তাঁরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং জানান, পরিস্থিতির সুযোগ নিয়ে কোনওভাবেই যেন বাড়তি দাম নেওয়া না হয়।
advertisement
advertisement
তমজিতবাবু জানান, “মানুষ যাতে ন্যায্য দামে জিনিস কিনতে পারেন, সেটাই এখন আমাদের প্রধান দায়িত্ব। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আমরা বাজারে সরেজমিনে নজরদারি চালাচ্ছি। কোথাও অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ মিললে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” বাজারে উপস্থিত অনেকেই প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্রেতা অনিতা সাহা বলেন, “এভাবে নজরদারি চললে কেউ অতিরিক্ত দাম নিতে সাহস পাবে না। সাধারণ মানুষের পক্ষে এটা বড় ভরসা।” জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দিনেও নিয়মিতভাবে বিভিন্ন বাজারে অভিযান চলবে।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 7:15 PM IST
