Mosambi Cultivation: খাটা খাটনি নেই, খরচও কম! এই একটি চাষ করা মানে ক্ষেতে টাকার এটিএম বসানো

Last Updated:

দীর্ঘ আড়াই বছর ধরে তিনি এই চাষ করছেন বাণিজ্যিকভাবে।

+
মুসাম্বি

মুসাম্বি

মাথাভাঙা: জেলা কোচবিহারে বাণিজ্যিকভাবে মুসাম্বি চাষ করেন না কোন কৃষক। তবে বর্তমান সময়ে জেলার মাথাভাঙা এলাকার এক কৃষক এই চাষ করছেন। দীর্ঘ আড়াই বছর ধরে তিনি চাষ করছেন বাণিজ্যিকভাবে। বর্তমানে তিনি বেশ ভাল টাকা মুনাফা পাচ্ছেন এই চাষ থেকে। এই গাছ একবার চাষ করলে দীর্ঘ সময় পর্যন্ত এই চাষ থেকে লাভ পাওয়া সম্ভব। এছাড়া সারাবছর এই গাছের পেছনে খুব একটা বেশি খরচ হয় না। শুধু গাছের পরিচর্যা করলেই গাছ ভাল মাত্রায় ফলন দিয়ে থাকে।
মুসাম্বি চাষি নির্মল চন্দ্র বর্মন জানান, “এই মুসাম্বি চাষ করার আসল বিষয় হল গাছের জন্য সঠিক জমি তৈরি। আর সেজন্য প্রয়োজন গোবর সার, খোল এবং পটাশ। এগুলি দিয়ে সঠিক জমি তৈরি করে নিয়ে তারপর গাছ রোপণ করতে হয়। নাহলে গাছের মান ভাল হয় না। যদি পদ্ধতি মেনে গাছের চারা রোপন করা হয়। তবে সেক্ষেত্রে খুব সহজেই অনেক টাকা লাভের মুখ দেখা সম্ভব। চলতি বছরে তিনি প্রায় ৫০,০০০ টাকার মুসাম্বি বিক্রি করেছেন স্থানীয় বাজারে। মানুষ তাঁর চাষ করা এই মুসাম্বি বেশ পছন্দ করছেন।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, “বর্তমানে এই চাষ সব জায়গায় করা সম্ভব। তবে শুধু জমি তৈরিতে মূল ধ্যান দিতে হবে। চাষাবাদে অধিক লাভ পেতে হলে এই চাষ করা উচিত। চাষের প্রথম একবার এই চাষে বেশি খরচ হয়। তাঁর হয়েছিল প্রায় ২০,০০০ টাকা। তারপর আর খুব একটা খরচ পড়ে না। শুধু গাছের রোগ ও পোকা আক্রমণ ঠেকাতে ওষুধ ব্যবহার করতে হয় নিয়ম মেনে। নাহলে রোগ পোকার আক্রমণ দেখা দিতে পারে গাছের মধ্যে। সেক্ষেত্রে ফলন কমে গিয়ে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।”
advertisement
মূলত যদি কোন কৃষক খুব সহজ চাষ করে আর্থিক রোজগারের কথা ভেবে থাকেন। তাহলে এই চাষ আদর্শ একটা চাষ। খুব সহজে করা যায় এই চাষ। এছাড়া গাছের পরিচর্যা থেকে শুরু করে অন্যান্য কাজও খুব সহজেই করা সম্ভব। এছাড়া এই চাষে খরচও হয় অনেকটাই কম। তবে লাভের মাত্রা থাকে বেশি ও দীর্ঘ সময় পর্যন্ত।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mosambi Cultivation: খাটা খাটনি নেই, খরচও কম! এই একটি চাষ করা মানে ক্ষেতে টাকার এটিএম বসানো
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement