Suvendu Adhikari: 'ছাব্বিশে এই রক্তের সুদ সহ বদলা হবে!' নাগরাকাটা কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর, বুধবার হাইকোর্টে মামলা

Last Updated:

শিলিগুড়ির হাসপাতালে গিয়ে বিজেপি-র আহত সাংসদ খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

নাগরাকাটা কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকায় প্রশ্ন বিরোধী দলনেতার৷
নাগরাকাটা কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকায় প্রশ্ন বিরোধী দলনেতার৷
নাগরাকাটায় বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপরে যে হামলার ঘটনা ঘটেছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সুদ সহ তার বদলা নেবে মানুষ৷ শাসক দল তৃণমূলকে এমনই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
একই সঙ্গে শুভেন্দু জানিয়েছেন, আগামীকাল, বুধবার নাগরাকাটার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করা হবে বিজেপি-র পক্ষ থেকে৷ নাগরাকাটার বিজেপি মণ্ডল সভাপতি এই মামলা করবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা৷
এ দিন শিলিগুড়ির হাসপাতালে আহত সাংসদ খগেন মুর্মুকে দেখতে যান শুভেন্দু৷ সেখান থেকে বেরিয়েই তিনি বলেন, ‘ছাব্বিশে এই রক্তের বদলা হবে, সুদ সহ উসুল করবে বাংলার মানুষ৷ বিজেপি ক্ষমতায় এলে চব্বিশ ঘণ্টার মধ্যে এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে৷ এসটি কমিশন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা হস্তক্ষেপ করেছেন৷ জলপাইগুড়ির এসপি আর ডিজি রাজীব কুমার দিল্লি যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে রাখুন৷ ডাক আসবেই৷ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সিবিআই অথবা এনআইএ তদন্তের যে দাবি জানিয়েছেন, তাকে আমি সমর্থন করি৷’
advertisement
advertisement
শিলিগুড়ির হাসপাতালে গিয়ে বিজেপি-র আহত সাংসদ খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও ওই হাসপাতালেই আহত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে যাননি তিনি৷ মুখ্যমন্ত্রীর এই আচরণেরও কড়া সমালোচনা করেন বিরোধী দলনেতা৷ তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী এসেছেন, তা নিয়ে আমাদের দলের অনেক কর্মী সমর্থকই ক্ষুব্ধ ছিলেন৷ তাঁরা বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন৷ কিন্তু আমরা সৌজন্য বজায় রাখতে বলেছি৷ উনি একজনের সঙ্গে দেখা করেছেন একজনের সঙ্গে করেননি৷ উনি এখানে এসে প্রশ্ন তুলেছেন, কীভাবে লাগল? অথচ যারা অভিযুক্ত তাদের গ্রেফতার করছেন না৷’
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Suvendu Adhikari: 'ছাব্বিশে এই রক্তের সুদ সহ বদলা হবে!' নাগরাকাটা কাণ্ডে হুঁশিয়ারি শুভেন্দুর, বুধবার হাইকোর্টে মামলা
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement