Summer Vacation Tour| Offbeat Destination|| গরমে নাজেহাল অবস্থা! স্বস্তি পেতে সেরা ঠিকানা জঙ্গলে ঘেরা নির্জন পাহাড়ি গ্রাম 'পাবং'

Last Updated:

North Bengal Offbeat Destination Pabang Kurseong: কালিম্পং পাহাড়ের ছোট্ট গ্রাম পাহাড়ি এই গ্রাম পুরোটাই ঘেরা সবুজে। প্রকৃতির অনাবিল সৌন্দর্য এখানে ধরা দেয়। শহরের কোলাহল থেকে অনেক দূরে অচেনা পাহাড়ি এই গ্রামে বারবার ছুটে আসে ভ্রমণপিপাসু মন।

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।
#আলিপুরদুয়ার: পাহাড় মানেই যে শুধু শৈলশহর দার্জিলিং, মিরিক বা 'সাদা অর্কিডের দেশ' হিসেবে পরিচিত কার্শিয়ং তা নয়। সবুজের আড়ালে নিজেকে যদি লুকিয়ে ফেলতে চান দুটো দিন, কিম্বা পাহাড়ি কোনও পাখির ডাকে ঘুম ভেঙে চোখ কচলাতে কচলাতে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সূর্যোদয় দেখতে চান, 'পাবং' হতে পারে আপনার সেরা ঠিকানা। পাইন, ওক, সাইপ্রেস, রডোডেনড্রন-এ ঘেরা এক ছোট্ট পাহাড়ী হ্যামলেট পাবং। প্রায় ৩ হাজার ৯০০ ফুট উঁচুতে পাহাড়ি এই গ্রাম পুরোটাই ঘেরা সবুজে।
সাত সকালে ধবধবে সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় ঘরে বসেই। হোমস্টের লনে বসে দেখতে পাওয়া ‌যাবে রবি কিরণে ঝলমল করা বরফাবৃত চূড়া। বিস্তৃত কাঞ্চনজঙ্ঘার ছবি যেন রং-তুলি দিয়ে আঁকা। কালিম্পং পাহাড়ের ছোট্ট গ্রাম পাহাড়ি এই গ্রাম পুরোটাই ঘেরা সবুজে। প্রকৃতির অনাবিল সৌন্দর্য এখানে ধরা দেয়। শহরের কোলাহল থেকে অনেক দূরে অচেনা পাহাড়ি এই গ্রামে বারবার ছুটে আসে ভ্রমণপিপাসু মন।
advertisement
আরও পড়ুন: গরমের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? ঘুরে আসুন লেপচাখা 'হেভেন অফ ডুয়ার্স'
'পাবং'-এ তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, কুয়াশা মোড়া সকালে সঙ্গীর হাতে হাত রেখে হেঁটে পাইনের আঁকাবাঁকা পথে হারিয়ে যাবেন এক অদ্ভুৎ মুগ্ধতায়। চারপাশে রয়েছে জঙ্গল, নদী আর পাহাড়ি ঝোড়া। এখানকার মানুষদের উষ্ণ আতিথিয়তা মুগ্ধ করে তোলে পর্যটকদের।
advertisement
advertisement
আরও পড়ুন: গরমের ছুটিতে ডেস্টিনেশন হতেই পারে পেলিং, কীভাবে যাবেন-কোথায় থাকবেন? জেনে নিন...
পাখি প্রেমীদের জন্য পাবং আদর্শ স্থান। রোলার, মিনিভেট, সানবার্ড, সোয়ালো-সহ নানা হিমালয়ান বার্ডের দেখা মেলে পাবংয়ে। এক কথায় ব্যস্ত জীবন থেকে ক্ষণিকের ছুটি নিয়ে একাকি প্রকৃতির কোলে হারিয়ে যেতে আপনার মনের আস্তানার সেরা ঠিকানা হয়ে উঠতে পারে নির্জন অরণ্যে পাখির কলতানে ঘেরা পাহাড়ি গ্রাম পাবং ।
advertisement
পাবংয়ে কী কী দেখবেন?
পাবং থেকে মাত্র চার কিমি দূরেই চারখোল, ২০ কিমি দূরে লোলেগাঁও এবং লাভা ৩২ কিমি। পাবং থেকে কালিম্পং এর দূরত্ব ২৬ কিমি। পাবং এ এলে ঝান্ডিদাড়া থেকে সূর্যোদয় দেখা এক অনন্য অনুভূতি হতে পারে।
advertisement
কিভাবে যাবেন?
নিউ জলপাইগুড়ি থেকে পাবং এর দূরত্ব ১০০ কিলোমিটার। এনজিপি থেকে শিলিগুড়ি হয়ে শেয়ার জিপে করে কালিম্পং এবং সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যায় পাবং। গাড়িতে সময় লাগে ৪-৪.৩০ ঘন্টা। গাড়ী ভাড়া প্রায় ৩৫০০-৪০০০ টাকা।
কখন যাবেন?
সারা বছরই পাবংয়ে ভ্রমণপিপাসু পর্যটকদের আনাগোনা লেগেই থাকে।পাবং এ প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে অক্টোবর থেকে মার্চ হল সেরা সময়। তবে ঋতু অনুযায়ী পাবং এর সৌন্দর্যের বিভিন্নতা লক্ষ্য করা যায়।
advertisement
দীপেন্দ্র লাহিড়ী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Summer Vacation Tour| Offbeat Destination|| গরমে নাজেহাল অবস্থা! স্বস্তি পেতে সেরা ঠিকানা জঙ্গলে ঘেরা নির্জন পাহাড়ি গ্রাম 'পাবং'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement