Pelling Tour| Summer Vacation|| গরমের ছুটিতে ডেস্টিনেশন হতেই পারে পেলিং, কীভাবে যাবেন-কোথায় থাকবেন? জেনে নিন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Pelling Tour details for summer vacation : পশ্চিম সিকিম সবচেয়ে পরিচিত হিল স্টেশন হলেও নীল আকাশে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক শোভা দেখার জন্য, পেলিং পর্যটকদের পছন্দের স্থান গুলির মধ্যে অন্যতম।
#আলিপুরদুয়ার: কংক্রিটের কৃত্রিম শহর থেকে অনেক দূরে যেখানে গা ছুঁয়ে মেঘেদের আনাগোনা, রং-বেরঙের রঙিন পাহাড়ি ফুল, প্রজাপতি, কুয়াশা ঘেরা পাহাড়ি গ্রামে ক্লান্ত মন ছুটে যায় বারবার। যেন নতুন করে নিঃশ্বাস নিতে শেখায় পাহাড়। দিগন্ত বিস্তৃত চা বাগান, পাহাড়ের গায়ে লেগে গড়ে ওঠা জনপদ ও প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য মন কেড়ে নেয় বারবার ভ্রমণ পিপাসুদের। পাহাড়ি আঁকাবাঁকা পথ, পাশ দিয়ে বয়ে চলা চঞ্চলা তিস্তা পেরিয়ে একঘেয়ে জীবন থেকে খানিকটা স্বস্তি পেতে এ বার আপনার ঠিকানা হতে পারে পশ্চিম সিকিমের পেলিং।
পশ্চিম সিকিম সবচেয়ে পরিচিত হিল স্টেশন হলেও নীল আকাশে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক শোভা দেখার জন্য, পেলিং পর্যটকদের পছন্দের স্থান গুলির মধ্যে অন্যতম। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পেলিংয়ের আশেপাশে ছড়িয়ে আছে বেশ কিছু দর্শনীয় স্থান। মোনাস্ট্রি, পাহাড়ি ঝর্না, লেক, উপত্যকা, নদী, কমলা লেবুর বাগান কী নেই! প্রকৃতি যেন অপরূপ সৌন্দর্য দু-হাত দিয়ে ভরিয়ে তুলেছে পেলিংকে।পেলিংয়ের খানিক নিচে রয়েছে দারাপ ভিলেজ, দারাপ থেকে আরও ৬ কিমি চললে পথের বাঁদিকে দেখা মিলবে সুন্দরী রিম্বি ঝর্ণার।
advertisement
আরও পড়ুন: বিয়ে সেরে বাড়ি ফিরেছিলেন মেয়ে-জামাই, আচমকা কী করলেন শ্বশুরমশাই? তুমুল শোরগোল...
পাহাড়ের কোল বেয়ে নেমে আসা রিম্বি যেন জীবনের সমস্ত মলিনতাকে ভাসিয়ে নিয়ে যায় আপন ছন্দে। কাছেই রয়েছে রিম্বি অরেঞ্জ গার্ডেন, বাগানে নানান ফুলের গাছের পাশাপাশি রয়েছে অনেক কমলালেবুর গাছ। আরও খানিকটা নেমে রিম্বি নদী। খরস্রোতা পাহাড়ি নদী রিম্বি খোলা, নদীবক্ষে ছড়ানো প্রস্তরখন্ডের মধ্যে দিয়ে কলকল করে বয়ে চলেছে। পেলিংয়ের আরেকটি দর্শনীয় স্থান খেচেওপালরি লেক। পাহাড় ঘেরা এক নৈসর্গিক পরিবেশ। লেকের চারপাশ ঘিরে রয়েছে প্রচুর গাছ।তবে তার একটা আলাদা পরিচিতি আছে। এই লেকে একটিও পাতা ভাসতে দেখা যায় না, শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। স্থানীয় বাসিন্দারা এই লেকটিকে ইচ্ছেপূরণের লেক বলে। এখানে নাকি প্রার্থনা করলেই ইচ্ছেপূরণ হয়, এমন কাহিনী বর্ণিত আছে। পেলিংয়ের অনতিদূরে রয়েছে ঘন সবুজ পাহাড়ের প্রেক্ষাপটে অনেক উঁচু থেকে সশব্দে ঝরে পড়া দুগ্ধফেনিত জলধারা কাঞ্চনজঙ্ঘা ফলস।
advertisement
advertisement
আরও পড়ুন: ২ বছর ধরে চলছে সমস্যা, রাজ্যে ইস্ট-ওয়েস্ট করিডরের কাজ করতে চায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ
এখানের আরেকটি অন্যতম আকর্ষণ স্কাই ওয়াক। আকাশ পথে পেলিংয়ের অপরূপ সৌন্দর্য যা মেঘের ভেলায় ভাসিয়ে নিয়ে যায় নীল নির্জনে। সমবেত বৌদ্ধ মন্ত্রের উচ্চারণে আর পাহাড়ি তিব্বতি সুরের যন্ত্র সঙ্গতে আত্মিক শান্তি লাভের জন্য কিছুটা সময় কাটাতেই পারেন প্রায় তিন শতাধিক বছরের প্রাচীন 'পেমিয়াংসি মনাস্ট্রি'তে। উপাসনার সময়ে পৌছতে পারলে মেলে এক অনাবিল শান্তির হাতছানি। পেলিংয়ের সাইট সিয়িং ট্যুরের জন্য আরও রয়েছে দক্ষিণ দিকের সিংশোর ব্রিজ, ডেন্টাম ও নেপাল সীমান্তের কাছে পাহাড়ি গ্রাম উত্তরে। তবে বর্ষায় ধ্বস নামলে পেলিং থেকে ডেন্টামের সংযোগকারী রাস্তা বন্ধ হয়ে যায় বেশিরভাগ সময়ে। গরমেই ছুটিতে প্রকৃতির এই অনাবিল স্বাদ আস্বাদনের জন্য এ বার আপনার পরবর্তী গন্তব্যের ঠিকানা হোক মোহময়ী পশ্চিম সিকিমের ছোট্ট পাহাড়ি জনপদ পেলিং।
advertisement
একনজরে পেলিংয়ের দর্শনীয় স্থান :
■সাঙ্গাচোলিং চেনরেজিগ ট্যুরিজম পার্ক
■স্কাইওয়াক
■সাঙ্গাচোলিং মোনাস্ট্রি
■ছাঙ্গে জলপ্রপাত
■রিম্বিক জলপ্রপাত
■রক গার্ডেন
■কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত
■খেচেওপালরি লেক
পেলিং ভ্রমণের আদর্শ সময়:
গ্রীষ্মের মরসুমে এবং পুজোর পর পেলিংয়ে পর্যটকদের ভিড় উপচে পড়ে।পাহাড়ে ধসের জন্য বর্ষাকাল ছেড়ে এই সময়ই হল পেলিং ভ্রমণের আদর্শ সময়।
advertisement
কীভাবে যাবেন:
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পেলিংয়ের দূরত্ব ১৪০ কিলোমিটার। পুরো গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে প্রায় ৩৫০০-৪০০০ টাকা। শিলিগুড়ি এসএনটি বাসস্ট্যান্ড থেকে বাসও ছাড়ে পেলিংয়ের, সকাল সাড়ে ১০টায়। ভাড়া মাথাপিছু ১৮০ টাকা। শিলিগুড়ি এসএনটি থেকে অল্প কিছু দূরে গেজিং-এর শেয়ার জিপও ছাড়ে, ভাড়া মাথাপিছু ৩০০ টাকা। দিনের শুরুর দিকে রওনা দিন পেলিংয়ের উদ্দেশে।
advertisement
দীপেন্দ্র লাহিড়ী
Location :
First Published :
April 18, 2022 2:04 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Pelling Tour| Summer Vacation|| গরমের ছুটিতে ডেস্টিনেশন হতেই পারে পেলিং, কীভাবে যাবেন-কোথায় থাকবেন? জেনে নিন...