Summer Vacation Tour|| জানলা খুললে শুধুই পাহার আর পাহাড়, গরমে অল্প খরচে বাসে চেপে চলুন পেডং

Last Updated:

Summer Vacation Trip to North Bengal Offbeat destination: কালিম্পং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে, চার হাজার আশি ফুট উচ্চতায় অবস্থিত প্রকৃতি ঘেরা ছোট্ট জনপদ 'পেডং'। পেডং-এর ক্রস হিল থেকে কাঞ্চনজঙ্ঘা, কাব্রু ও পান্ডিম শৃঙ্গের দৃশ্য যা আপনাকে বিমোহিত করে তুলবে এই ভ্রমণে।

#আলিপুরদুয়ার: ভ্রমণ পিপাসুদের জন্য এ বার দারুণ সুযোগ, প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে খুব অল্প সময়েই প্রকৃতির নিস্তব্ধ হাতছানি পেতে এ বার গন্তব্য হোক প্রকৃতি ঘেরা পাহাড়ি গ্রাম পেডং। সপ্তাহান্তে দু’দিনের ছুটিতেই এ বার পেতে পারেন প্রকৃতির ভরপুর স্বাদ। কালিম্পং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে ওক, পাইন, বার্চ ও দেবদারু গাছের ছায়ামাখা সবুজে ভরা পেডং। উত্তরবঙ্গের ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য নববর্ষে দারুণ সুযোগ করে দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এ বার খুব সহজেই বাসে চেপে পৌঁছে যাওয়া যাবে 'ফার গাছের দেশ পেডং'-এ।সংযোজিত হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার 'সবুজের হাতছানি' প্রকল্পের নতুন রুট, কোচবিহার-লাভা-রিসপ-পেডং। 'সবুজের পথে হাতছানি' প্রকল্পের মধ্য দিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে চেপে খুব অল্প খরচে পর্যটকেরা প্রকৃতির স্বাদ নিতে ঘুরতে যেতে পারবেন এই পর্যটন স্থলগুলিতে।
কালিম্পং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে, চার হাজার আশি ফুট উচ্চতায় অবস্থিত প্রকৃতি ঘেরা ছোট্ট জনপদ 'পেডং'। পেডং-এর ক্রস হিল থেকে কাঞ্চনজঙ্ঘা, কাব্রু ও পান্ডিম শৃঙ্গের দৃশ্য যা আপনাকে বিমোহিত করে তুলবে এই ভ্রমণে। তার সঙ্গে তিস্তার অপরূপ সৌন্দর্য ও ঢেউ খেলানো চা-বাগানের অপরূপ শোভা যা ভ্রমণ পিপাসুদের প্রকৃতির কোলে ফিরিয়ে আনে বারবার। নিজস্ব আদিম সৌন্দর্যে ভরপুর পেডং অনান্য পর্যটন কেন্দ্র থেকে একদমই আলাদা। প্রকৃতির স্বতন্ত্র রূপ এখানে বিরাজমান। লেপচা‌, নেপালি এবং ভুটিয়া জনজাতির মানুষের হাসিখুশি ও সহজ সরল ব্যবহার পর্যটকদের একাত্ম আপন করে নেয়।
advertisement
advertisement
পেডং-এ গেলে তাই আপনি আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে পরিপূর্ণ করে ফিরবেন একথা বলাই যায়। তাই প্রকৃতির নিজস্ব সৌন্দর্য ও নিস্তব্ধ হাতছানি পেতে আপনার পরবর্তী গন্তব্য হোক এ বার কালিম্পংয়ের প্রকৃতি ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রাম পেডং। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই সবুজের হাতছানি প্রকল্পের পর্যটন রুটের ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বুকিং।
advertisement
আরও পড়ুন: গরমের ছুটিতে ডেস্টিনেশন হতেই পারে পেলিং, কীভাবে যাবেন-কোথায় থাকবেন? জেনে নিন...
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, সবুজের পথে হাতছানি দীর্ঘদিন ধরেই চলছে। এ বার নতুন রুট চালু করা হল। কোচবিহার-লাভা-রিশপ-পেডং ২ রাত, ৩ দিনের প্যাকেজ। খরচ পড়বে ৭০০০ টাকা। শহরের কোলাহল থেকে নিরিবিলি ছুটি কাটানোর জন্য আদর্শ ভ্রমণ স্থল 'পেডং'। সিকিমের বর্ডারে অবস্থিত উত্তরবঙ্গের এই ছোট্ট জনপদ এখনও অনেকটাই অপরিচিত। মার্চ-জুন এবং অক্টোবর-ডিসেম্বর এখানকার সবচেয়ে ভাল বেড়ানোর মরসুম। এই সময় প্রকৃতির অপরূপ শোভায় সেজে ওঠে পেডং। শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে এবং সবুজের হাতছানি পেতে স্বল্প খরচে NBSTC- বাসে চেপেই এবারের গন্তব্যের ঠিকানা হোক কালিম্পং এ পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম 'পেডং'।
advertisement
দীপেন্দ্র লাহিড়ী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Summer Vacation Tour|| জানলা খুললে শুধুই পাহার আর পাহাড়, গরমে অল্প খরচে বাসে চেপে চলুন পেডং
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement