Bangladesh Protest: চোখে-মুখে আতঙ্ক স্পষ্ট! অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে ফুলবাড়ী হয়ে ভারতে পড়ুয়ারা

Last Updated:

Bangladesh Protest: ভয়ঙ্কর পরিস্থিতির জন্য বাংলাদেশ থেকে ভারতে ফিরছে ছাত্ররা।এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতীয় পড়ুয়াদের তথা প্রতিবেশী দেশ নেপাল এবং ভুটানের পড়ুয়াদেরও ফেরাতে সাহায্য করছে ভারত সরকার।এখনও পর্যন্ত ফুলবাড়ি দিয়ে মোট ভারতে ফিরেছেন ৫৬ জন। 

+
চোখে-মুখে

চোখে-মুখে আতঙ্ক স্পষ্ট! অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে ফুলবাড়ী হয়ে ভারতে পড়ুয়ারা

শিলিগুড়ি: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ। ক্রমে পরিস্থিতির অবনতি হচ্ছে। মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে, আহত বহু।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেমেছে রাস্তায় বাংলাদেশের সেনা। জারি হয়েছে কারফিউ। ভয়ঙ্কর পরিস্থিতির জন্য বাংলাদেশ থেকে ভারতে ফিরছে ছাত্ররা।
জানা গিয়েছে প্রায় ৩০০-রও বেশি ভারতীয় পড়ুয়া দেশে ফিরে এসেছে।ফিরে আসাদের মধ্যে বেশিরভাগই ডাক্তারি পড়ুয়া। তাঁদের অধিকাংশই ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মেঘালয় এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। জানা গিয়েছে, ত্রিপুরার আগরতলার কাছে আখুরাতে আন্তর্জাতিক স্থলবন্দর এবং মেঘালয়ের ডাউকিতে আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন পড়ুয়ারা।
advertisement
advertisement
ইতিমধ্যেই কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ গেট দিয়ে বাংলাদেশের রংপুর মেডিকেল কলেজের ৩৩ জন ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করেছেন বলে জানা গিয়েছে। কারফিউ থাকায় গত কয়েক দিন থেকে রাস্তায় বেরোতে পারছিলেন না অনেকেই। ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে, বন্ধ যানবাহনও।
এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতীয় পড়ুয়াদের তথা প্রতিবেশী দেশ নেপাল এবং ভুটানের পড়ুয়াদেরও ফেরাতে সাহায্য করছে ভারত সরকার।
advertisement
এখনও পর্যন্ত ফুলবাড়ি দিয়ে মোট ভারতে ফিরেছেন ৫৬ জন। এদের মধ্যে বেশিরভাগই ডাক্তারি পড়ুয়া। তাঁদের অনেকের চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ।
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোনও না কোনও কোর্স করছিলেন তাঁরা। বাংলাদেশের এখনকার পরিস্থিতিতে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। তাই আপাতত দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পড়ুয়ারা। পরিস্থিতি আবার স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশে ফিরবেন না বলে জানিয়েছেন তারা।
advertisement
বাংলাদেশে ভেটেরিনারি পড়তে গিয়েছিল অসমিতা কারকি। তিনি জানান, ‘‘আমাদের কলেজের ওখানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অন্যান্য জায়গায় খুব নাজে অবস্থা। নিরাপত্তার সমস্ত আশ্বাস দেওয়া হলেও নানা আশঙ্কায় দিন কাটছিল। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। তাই বাড়িতে ফিরে এলাম।’’
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangladesh Protest: চোখে-মুখে আতঙ্ক স্পষ্ট! অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে ফুলবাড়ী হয়ে ভারতে পড়ুয়ারা
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement