Alipurduar: দোল পূর্ণিমার মেলায় স্বমহিমায় বিরাজমান লতা মঙ্গেশকর ও বাপ্পি লাহিড়ি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Alipurduar: মেলায় সকলে আসছেন এই দুই কিংবদন্তি শিল্পীর মূর্তির দেখতে। অনেকে তুলছেন সেলফিও।
আলিপুরদুয়ার : ফালাকাটা ব্লকের (Falakata Block) খগেনহাটের স্মৃতি সংঘ খিল কদমতলা লীলাহাটির দোল পূর্ণিমার মেলায় এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হল কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর ও বাপ্পি লাহিড়ীর মূর্তি। মেলায় সকলে আসছেন এই দুই কিংবদন্তি শিল্পীর মূর্তির দেখতে। অনেকে তুলছেন সেলফিও।
এই মেলার বিশেষ আকর্ষণ মৃত্ শিল্পী কন্ঠেশ্বর বর্মনের তৈরি মাটির পুতুলের প্রদশনী। করোনা টিকাকরণ থেকে নারী পাচার তিনি তুলে ধরেছেন৷ কিংবদন্তি শিল্পী প্রয়াত লতা মঙ্গেশকর ও বাপ্পি লাহিড়ীর মূর্তি তৈরি করে তিনি সকলের নজর কেড়ে নিয়েছেন৷ তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, ছোটবেলা থেকে তিনি এই পেশার সঙ্গে জড়িত। পেয়েছেন অনেক পুরস্কার। সামাজিক সচেতনতামূলক বার্তাও তিনি দিয়ে চলেছেন তাঁর কাজের মাধ্যমে৷
advertisement
advertisement
আরও পড়ুন : প্রতিস্থাপনের পর শিশুকে স্তন্যপান করানো যায়? কতটা নিরাপদ ব্রেস্ট ইমপ্ল্যান্ট?
কন্ঠেশ্বর বর্মনের বাড়ি কুচবিহার জেলার সিতাইতে। সেখান থেকে তিনি এসে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের খগেনহাটে প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে নিরলস পরিশ্রম করে এই মাটির মূর্তিগুলি বানিয়েছেন। মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, পাঁচ টাকা টিকিটের বিনিময়ে এই মূর্তি প্রদর্শনী দেখতে পাবেন দর্শনার্থীরা। ওই মেলার উদ্বোধনের দিনেই ভালই উত্সাহ উদ্দীপনা লক্ষ করা গিয়েছে ৷ কন্ঠেশ্বর বর্মনের তৈরি মাটির পুতুল মন জয় করেছে মেলায় আগত দর্শনার্থীদের।
advertisement
( প্রতিবেদন : দীপেন্দ্র লাহিড়ী)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2022 11:35 PM IST