Breast Implant : প্রতিস্থাপনের পর শিশুকে স্তন্যপান করানো যায়? কতটা নিরাপদ ব্রেস্ট ইমপ্ল্যান্ট?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Breast Implant : তবে অন্যান্য কসমেটিক্স পরিবর্তনের মতো ব্রেস্ট ইমপ্ল্যান্টের ক্ষেত্রেও কিছু সতর্কতা আগে থেকেই নিতে হয়৷ তবে প্রশ্ন ঘিরে থাকে এই প্রতিস্থাপনকে
কসমেটিক সার্জারির মধ্যে এখন অন্যতম জনপ্রিয় হল ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন (breast implant)৷ সারা পৃথিবীতেই এর প্রচলন বাড়ছে ধীরে ধীরে৷ ব্রেস্ট ক্যানসারের মতো অসুখের কোপে অনেক ক্ষেত্রে মহিলাদের স্তনহানি হয়৷ এছাড়া সৌন্দর্যবৃদ্ধির লক্ষ্যেও অনেক মহিলা স্তনের আকার পরিবর্তন করেন৷ এর পাশাপাশি রূপান্তরকামীরাও স্তন প্রতিস্থাপনের পথে পা রাখেন৷
তবে অন্যান্য কসমেটিক্স পরিবর্তনের মতো ব্রেস্ট ইমপ্ল্যান্টের ক্ষেত্রেও কিছু সতর্কতা আগে থেকেই নিতে হয়৷ তবে প্রশ্ন ঘিরে থাকে এই প্রতিস্থাপনকে৷ এই প্রতিস্থাপন কি নিরাপদ? স্তন প্রতিস্থাপন থেকে কি ক্যানসার হয়? প্রতিস্থাপনের পর কি তা স্বাভাবিকের মতো দেখতে লাগে?
প্রথমেই জেনে নেওয়া যাক, দু’ রকমের ব্রেস্ট ইমপ্ল্যান্ট হয়৷ স্যালাইন ইমপ্ল্যান্টস এবং সিলিকন ইমপ্ল্যান্টস৷ সিলিকন ইমপ্ল্যান্টস প্রক্রিয়াই বেশি জনপ্রিয়৷
advertisement
advertisement
আরও পড়ুন : স্যালাড থেকে চিপস-তৈরির আগে ছুরি দিয়ে কেটেই চলেন সব্জি, কিন্তু জানেন কি কোন কাটিংয়ের কী নাম?
ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনলজি ইনফরমেশন-এর রিপোর্ট অনুযায়ী, সিলিকন ব্রেস্ট ইমপ্ল্যান্টের ফলে ক্যানসারের মতো জটিল অসুখ হয় না৷ পরবর্তী সময়ে সন্তান প্রসবেও কোনও অসুবিধে নেই৷ তবে ব্রেস্ট ইমপ্ল্যান্টসের ফলে কিছু সমস্যা যেমন ব্রেস্ট পেইন, ব্রেস্ট সেনসেশন, নিপল সেনসেশনের মতো শারীরিক সমস্যা হতে পারে৷
advertisement
আরও পড়ুন : মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে মৎস্যকন্যা হয়ে গেলেন সানি লিওনে, দেখুন ছবি
ইমপ্ল্যান্টের পরও সন্তানকে স্তন্যপান করাতে সমস্যা হয় না অনেক মহিলার৷ তবে কারওর কারওর অবশ্য সমস্যা হতে পারে৷ অন্যান্য জটিলতার মধ্যে থাকে স্তনে সংক্রমণ এবং ইমপ্ল্যান্ট রাপচার অর্থাৎ যেক্ষেত্রে সিলিকন জেল বেরিয়ে আসে৷ কিছু ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে সংশ্লিষ্ট অংশের ফাইব্রোয়াস টিস্যু৷ টিস্যুগুলি সঙ্কুচিত হয়ে পড়তে পারে৷ ব্রেস্ট ইমপ্ল্যান্ট মূলত নিরাপদ এবং ভয়ঙ্কর কোনও পরিণতি নেই৷ তবে সম্ভাব্য জটিলতা নিয়ে সতর্ক থাকতে হবে বলেই মত বিশেষজ্ঞদের৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2022 8:42 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Breast Implant : প্রতিস্থাপনের পর শিশুকে স্তন্যপান করানো যায়? কতটা নিরাপদ ব্রেস্ট ইমপ্ল্যান্ট?